Saswata Chatterjee Video: শাশ্বত চট্টোপাধ্যায়। টলিউডে কারও 'অপু', আবার কারও 'অপু দা'। দর্শকদের কাছে 'তোপসে', 'বব বিশ্বাস', 'শবর', 'হাতকাঁটা কার্তিক', 'বাদল বাগচী', 'পবিত্র চ্যাটার্জী' ইত্যাদি নানা অনস্ক্রিন নাম আছে তাঁর। ফের একেবারে নতুন চরিত্রে সকলের মন জয় করছেন তিনি। এবার দর্শকদের তিনি দিচ্ছেন নিখাদ হাস্যরস। কারণ এবার ভানু-রূপে ধরা দিয়েছেন শাশ্বত। ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে ডাঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত ছবি 'যমালয়ে জীবন্ত ভানু'। দীর্ঘদিন কেন বাংলা ইন্ডাস্ট্রিতে সফল হচ্ছে না হাসির ছবি? কেন দর্শক হলমুখী হচ্ছে না কমেডি ছবি দেখতে? bangla.aajtak.in-র সঙ্গে এক্সকলুসিভ আড্ডার মাঝে নানা অজানা গল্প শেয়ার করলেন শাশ্বত।