Advertisement

Solanki Roy Exclusive: ইন্ডাস্ট্রির কার উপর প্রচুর রাগ- অভিমান জমে আছে? মনের কথা বললেন শোলাঙ্কি

অভিনেত্রী শোলাঙ্কি রায় টেলিভিশনের জনপ্রিয় মুখ। টেলিভিশনে শেষ 'খড়কুটো ধারাবাহিকে খড়ি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ছোট পর্দা দিয়ে অভিনয়ের জার্নি শুরু হলেও, বর্তমানে অভিনেত্রী মন দিয়েছেন বড় পর্দা ওটিটি- বড় পর্দারর কাজে। হইচই-তে স্ট্রিমিং শুরু হয়েছে তাঁর নতুন সিরিজ 'বোকা বাক্সতে বন্দি'। বিনোদন জগতে প্রায় এক যুগের বেশি সময় কাটিয়ে ফেলেছেন তিনি। কারও উপর কোনও রাগ- অভিমান আছে? bangla.aajtak.in-র সঙ্গে আড্ডার মাঝে অকপট স্বীকারোক্তি শোলাঙ্কির।

Advertisement
POST A COMMENT