Advertisement

Swastika Mukherjee Exclusive: 'অভিনয়টা না পারলে ২৪ বছর টিকে থাকতাম না...', ক্যানডিড আড্ডায় স্বস্তিকা

Swastika Mukherjee Interview: দুই দশকের বেশি সময় ধরে নিজের অসামান্য অভিনয় দক্ষতা এবং অন্য ধারার স্টাইল স্টেটমেন্টের জন্যে লাইমলাইটে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। একাধিক চ্যালেঞ্জিং চরিত্রের মাধ্যমে বারবার দর্শকদের মন ছুঁয়েছেন অভিনেত্রী । ছোট পর্দা, বড়পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম- টলিউডের পাশাপাশি বলিউডেও দাপিয়ে কাজ করছেন স্বস্তিকা। মনের কথা অকপটেই বলে ফেলেন এই নায়িকা। সেই জন্যে প্রায়শই থাকেন চর্চার শীর্ষে। পুজোয় আসছে স্বস্তিকার নতুন ছবি 'টেক্কা'। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে স্বস্তিকা ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন দেব ও রুক্মিণী মৈত্র। আরজি কর কাণ্ডের প্রতিবাদ, তাঁর গায়ে লাগা রাজনৈতিক দলের রং, প্রেম থেকে পুজোর নস্ট্যালজিয়া নিয়ে বাংলা ডট আজতক ডট ইন-র সঙ্গে এক্সক্লুসিভ আড্ডায় স্বস্তিকা।

Advertisement
POST A COMMENT