ইমনের পর এবার বাংলা ভাষা নিয়ে মুখ খুললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, “বাংলা-ইংরেজি দুটোই খুব গুরুত্বপূর্ণ। বর্ণপরিচয় পড়াটা যেমন গুরুত্বপূর্ণ, তেমন,ষই শেক্সপিয়ার পড়াটাও গুরুত্বপূর্ণ। অনেক বাবা-মা বলেন আমার বাচ্চা বাংলাটা পড়ছে না। এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমার ছেলে ক্লাস ফাইভ থেকে বাইরে পড়াশোনা করলেও, ও ফেলুদা-ব্যোমকেশটা মুখস্ত করেছে। অন্য ভাষাটাও শিখতে হবে। তবে দুটো শেখাই গুরুত্বপূর্ণ।”