scorecardresearch
 
Advertisement

Tollywwod Shooting Rules: টলিউডে সুস্থ কাজের পরিবেশ গড়তে ইম্পা-ফেডারেশন বৈঠক! কী কী ঘোষণা হল

Tollywwod Shooting Rules: টলিউডে সুস্থ কাজের পরিবেশ গড়তে ইম্পা-ফেডারেশন বৈঠক! কী কী ঘোষণা হল

Tollywwod: টলিউডে জট যেন কাটছেই না। কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাসের আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত টলিউড। বকেয়া পারিশ্রমিক, কলাকুশলীদের অতিরিক্ত সময় কাজ করানো থেকে 'থ্রেট কালচার' ইত্যাদি নানা সমস্যা নিয়ে উত্তপ্ত টলিপাড়া। সিনেপাড়ায় সুস্থ কাজের পরিবেশ গড়তে, বুধবার বিকেলে ইম্পা (Eastern India Motion Picture Association/ EIMPA) ও ফেডারেশনের (Federation of Cine Technicians & Workers of Eastern India) তরফে একটি বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। বৈঠকে মূলত তিনটি বিষয় গুরুত্ব পেয়েছে। আনুমানিক ৩০ লক্ষ টাকার একটি ছবিতে কলাকুশলীর সংখ্যা এবং শ্যুটিং সামগ্রী সংখ্যার বিষয়ে যথাযথ বিবেচনা করা হবে। দৈনিক কত ঘণ্টা শ্যুটিং হবে, সেই সময়সীমা বেঁধে দেওয়া হবে। শ্যুট শুরুর আগে ইম্পা-কে ৫ লক্ষ টাকা নিরাপত্তা আমানত দিতে হবে একজন প্রযোজককে।

TAGS:
Advertisement