scorecardresearch
 
Advertisement
করোনা

COVID তাড়াতে গোবর মেখে গোমূত্রে স্নান! ডাক্তাররা বললেন, 'মারাত্মক'

করোনা রুখতে গোবর মেখে গোমূত্রে স্নান
  • 1/10

করোনা ভাইরাস অতিমারির দ্বিতীয় ঢেউ শহরের সঙ্গে গ্রামাঞ্চলেও ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাসকে তাড়াতে মানুষ নানা পন্থা নিচ্ছে। অত্যন্ত অবৈজ্ঞানিক পন্থাও অনুসরণ করছে বহু মানুষ। ডাক্তাররা বারবার মাস্ক পরা ও হাত ধোওয়ার উপরে জোর দিলেও, ভারতে বহু মানুষ নানা কুসংস্কারের আশ্রয় নিচ্ছে। -- ছবি- রয়টার্স
 

করোনা রুখতে গোবর মেখে গোমূত্রে স্নান
  • 2/10

এরকমই আরও একটি ভয়াবহ কুসংস্কারের ঘটনা সামনে এল গুজরাতে। গুজরাতে বেশ কয়েকজন ব্যক্তি করোনা ভাইরাস তাড়াতে গোশালায় গিয়ে গোবর ও গোমূত্রে স্নান সারলেন। তাঁদের বিশ্বাস, গোবর ও গরুর প্রস্রাবে স্নান করলে নাকি ইমিউনিটি পাওয়ার বাড়বে শরীরে। তাহলেই করোনা শরীরে ঢুকবে না। -- ছবি: রয়টার্স

করোনা রুখতে গোবর মেখে গোমূত্রে স্নান
  • 3/10

এই ঘটনায় একটি ওষুধ সংস্থার অ্যাসোসিয়েট ম্যানেজার গৌতম মণিলালের বক্তব্য, খাটাল বা গোশালায় অনেক ডাক্তারও যাচ্ছেন। তাঁদের বিশ্বাস, গোমূত্র ও গোবরে স্নান করলে ইমিউনিটি পাওয়ার বাড়বে। ফলে কোনও রকম বিপদ ছাড়াই করোনা আক্রান্তদের চিকিত্‍সা নিশ্চিন্তে করতে পারবেন। ছবি-- রয়টার্স

Advertisement
করোনা রুখতে গোবর মেখে গোমূত্রে স্নান
  • 4/10

গৌতম মণিলাল জানাচ্ছেন, তিনি শ্রী স্বামীনারায়ণ গুরুকুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানমে গিয়ে এই থেরাপি প্রয়োগ করছেন। তাঁর দাবি, তিনি করোনা পজিটিভ হয়েছিলেন, কিন্তু গোবর ও গোমূত্রে স্নান সেরে সুস্থ হয়ে গিয়েছেন। ছবি-- রয়টার্স

করোনা রুখতে গোবর মেখে গোমূত্রে স্নান
  • 5/10

এই ব্যক্তিরা খাটালে গিয়ে গরুদের জড়িয়ে ধরছেন প্রথমে। তারপর গায়ে গোবর মেখে যোগাসন করছেন। প্রসঙ্গত, ভারতের বহু ডাক্তার ও বিজ্ঞানী করোনা ভাইরাস রুখতে কুসংস্কারের আশ্রয় নেওয়ার বিষয়ে সচেতন ও সতর্ক করছেন বারবার। ডাক্তাররা জানাচ্ছেন, এই সব উপায় অবলম্বন করলে আরও ক্ষতি হতে পারে শরীরে। ছবি-- রয়টার্স
 

করোনা রুখতে গোবর মেখে গোমূত্রে স্নান
  • 6/10

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট জয়লালের কথায়, গোবর বা গরুর মূত্রে কোভিড সেরে যায়, এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই। বরং হিতে বিপরীতও হতে পারে। ছবি-- রয়টার্স

করোনা রুখতে গোবর মেখে গোমূত্রে স্নান
  • 7/10

তিনি আরও জানাচ্ছেন, গোবর বা গোমূত্র খেলে পশুদের রোগ মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। তা আরও বিপজ্জনক। ছবি-- রয়টার্স

Advertisement
করোনা সারাতে গোবর মেখে গোমূত্রে স্নান
  • 8/10

ইতিমধ্যেই করোনা ভাইরাসের জেরে প্রায় আড়াই লক্ষের কাছাকাছি মৃত্যু হয়ে গিয়েছে ভারতে। দ্বিতীয় ঢেউ আরও ভয়াবহ আকার নিয়েছে। হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই।

করোনা সারাতে গোমূত্রে স্নান
  • 9/10

কিছুদিন আগেই উত্তরপ্রদেশের বালিয়ায় বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং হঠাত্‍ বলেন, গোমূত্র খেলেই নাকি কোভিড রুখে দেওয়া যাবে। তাঁর সুস্বাস্থ্যের রহস্যও নাকি রোজ গোমূত্র পান।
 

করোনা সারাতে গোবর মেখে গোমূত্রে স্নান
  • 10/10

গুজরাতে করোনা সারাতে গোবর মেখে গোমূত্রে স্নান। ছবি-- রয়টার্স

Advertisement