scorecardresearch
 
Advertisement
করোনা

Covid-19 Vaccination: করোনা টিকার সুরক্ষা বলয়ে ৭৩.১% ভারতীয়, দুটি ডোজ পেয়েছেন দেশের ২৯% মানুষ!

Covid-19 Vaccination: করোনা টিকা নিয়েছেন ৭৩.১% ভারতীয়, দুটি ডোজ পেয়েছেন দেশের ২৯% মানুষ!
  • 1/6

ফরাসি গবেষকদের দাবি, করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর শরীরে যথেষ্ট অ্যান্টিবডি গড়ে ওঠে। ফলে করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা অন্তত ৯০ শতাংশ কমে যায়।

Covid-19 Vaccination: করোনা টিকা নিয়েছেন ৭৩.১% ভারতীয়, দুটি ডোজ পেয়েছেন দেশের ২৯% মানুষ!
  • 2/6

ফ্রান্সে প্রায় ২ কোটি ২০ লক্ষ পঞ্চাশোর্ধ্ব মানুষের ওপর গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে উপনিত হয়েছেন ইপি-ফেয়ার নামের ওষুধ নিরাপত্তাসংক্রান্ত একটি গবেষণা দলের গবেষকরা।

Covid-19 Vaccination: করোনা টিকা নিয়েছেন ৭৩.১% ভারতীয়, দুটি ডোজ পেয়েছেন দেশের ২৯% মানুষ!
  • 3/6

গবেষণার এই ইতিবাচক ফলাফল ভরসা জোগাচ্ছে ভারতকেও। কারণ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন ৭৩.১ শতাংশ ভারতীয় আর টিকার দুটি ডোজ পেয়েছেন দেশের ২৯ শতাংশ মানুষ!

Advertisement
Covid-19 Vaccination: করোনা টিকা নিয়েছেন ৭৩.১% ভারতীয়, দুটি ডোজ পেয়েছেন দেশের ২৯% মানুষ!
  • 4/6

সরকারি হিসাব অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশের ৯৬ কোটি ৪৩ লক্ষ ৭৯ হাজার ২১২ জন করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন। শেষ ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৫০ লক্ষ ৬৩ হাজার ৮৪৫ জন।

Covid-19 Vaccination: করোনা টিকা নিয়েছেন ৭৩.১% ভারতীয়, দুটি ডোজ পেয়েছেন দেশের ২৯% মানুষ!
  • 5/6

বাংলায় ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণের গ্রাফ। একদিনে আক্রান্ত প্রায় আটশো মানুষ, ১০ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। দৈনিক সংক্রমণ আর মৃত্যুর সংখ্যার বিচারে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার পরিস্থিতি।

Covid-19 Vaccination: করোনা টিকা নিয়েছেন ৭৩.১% ভারতীয়, দুটি ডোজ পেয়েছেন দেশের ২৯% মানুষ!
  • 6/6

একদিকে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, অন্যদিকে রাজ্যজুড়ে দুর্গাপুজো উপলক্ষে প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়— দুইয়ে মিলে রাজ্যের করনো পরিস্থিতি ফের উদ্বেগজনক হচ্ছে!

Advertisement