scorecardresearch
 
Advertisement
করোনা

COVID-এ অনাথ ১৫ লক্ষ শিশু, শুধু ভারতেই লক্ষ পার

children
  • 1/7

করোনার ধাক্কায় অনাথ অথবা অভিভাবকহীন শিশুদের সংখা গোটা বিশ্বে ১৫ লক্ষ ছাড়িয়েছে।
 

children
  • 2/7


কেবল ভারতই গত ১৪ মাসে অভিভাবহীন হয়ে পড়েছে ১.২ লক্ষ শিশু।

children
  • 3/7

ল্যান্সেটের প্রকাশ করা রিপোর্টে বলা হয়েছে ২০২০ সালের পয়লা মার্চ থেকে ২০২১ সালের এপ্রিলের মধ্যে অভিভাবকহীন শিশুর সংখ্যা ১১ লক্ষ ৩৪ হাজার।
 

Advertisement
children
  • 4/7

ভারতে গত ১২ মাসে করোনায় নিজের মাকে হারিয়েছে ২৫,৫০০ জন শিশু। আর বাবাকে হারিয়েছে ৯০,৭৫১ জন শিশু। 

children
  • 5/7

আর বিশ্বের পরিসংখ্যানে বাবা-মা দু'জনকেই হারিয়েছে ১০ লক্ষ ৪২ হাজার শিশু। আর বাবা ও মার মধ্যে কাউকে হারিয়েছে বিশ্বের ১৫ লক্ষ ৬২ হাজার শিশু।

children
  • 6/7

অনাথ শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি পেরু, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ব্রাজিল, কলম্বিয়, ইরাণ, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও রাশিয়ায়। 

children
  • 7/7

পরিসংখ্যান বলছে বিশ্বে করোনায় মোট মৃতের ৭৬ শতাংশই রয়েছে ২১টি দেশের। 

Advertisement