দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ১৬ হাজার ৪৫১। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ১৮০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজার ১৭৮ জন।
এখনও পর্যন্ত দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ৭৫১ জনের। এখনও পর্যন্ত করোনার টিকা নিয়েছেন দেশের ৮৭ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ৪৯০ জনের। শেষ ২৪ ঘণ্টায় করোনার টিকাকরণ হয়েছে মোট ৫৪ লক্ষ ১৩ হাজার ৩৩২ জনের।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট ৩৭৮ জনের। একদিনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮,৮৭০।
এই পরিস্থিতিতে বড় ছাড়পত্র পেল সেরাম ইনস্টিটিউট। সেরামকে ৭ বছর থেকে ১১ বছর বয়সি শিশুদের উপর করোনা টিকা নোভাভ্যাক্সের ট্রায়াল শুরু করার অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI)।
এবার ৭ থেকে ১১ বছর বয়সি শিশুদের উপর নোভাভ্যাক্স টিকার ট্রায়াল শুরু হচ্ছে। এ বিষয়ে ডিসিজিআই-এর অনুমোদন পেয়েছে সেরাম ইনস্টিটিউট। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে।
করোনার তৃতীয় তরঙ্গে শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্বের চিকিৎসক, গবেষক ও বিজ্ঞানীদের একটা বড় অংশ। তাই শিশুদের করোনার টিকা দেওয়াটা আরও জরুরি হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে তাই জোর কদমে ৭ বছর বয়সি শিশুদের উপর করোনা টিকা নোভাভ্যাক্সের ট্রায়াল শুরু করতে চলেছে সেরাম। আপাতত ১২ বছর থেকে ১৭ বছর বয়সিদের উপর পরীক্ষামূলক ভাবে নোভাভ্যাক্সের প্রয়োগ করছে সেরাম।