scorecardresearch
 
Advertisement
করোনা

Coronavirus in Kids : মালদায় ৩ শিশু COVID আক্রান্ত, প্রবল উদ্বিগ্ন মা-বাবারা

Covid 4 children in Malda tested corona positive abk করোনা
  • 1/11

Coronavirus in Kids: মালদায় তিন শিশুর দেহে মিলল করোনার ভাইরাস। বিশেষ কোভিড ওয়ার্ডে রেখে শিশুদের চিকিৎসা করা হচ্ছে। জানিয়েছেন মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায়। 

Covid 4 children in Malda tested corona positive abk কোভিড
  • 2/11

এই ঘটনায় উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মধ্যে। শিশুদের করোনা হলেও তাদের কোনও উপসর্গ দেখা যায়নি বলে জানা গিয়েছ।

Covid 4 children in Malda tested corona positive abk শিশুদের করোনা
  • 3/11

গত ৪৮ ঘন্টায় মালদায় তিনজন শিশুর দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মিলল।

Advertisement
Covid 4 children in Malda tested corona positive abk শিশুদের মধ্যে করোনা
  • 4/11

আক্রান্ত শিশুদের মধ্যে যেমন চার মাসের নবজাতক রয়েছে, তেমনই চার বছর, আট বছরের শিশুও রয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে বেশির ভাগই কন্যা সন্তান। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে।

Covid 4 children in Malda tested corona positive abk করোনাভাইরাস
  • 5/11

এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ওয়ার্ডে করোনা আক্রান্ত কোনও রোগী ভর্তি নেই।

Covid 4 children in Malda tested corona positive abk কোভিস সংক্রমণ
  • 6/11

তিনি আরও জানান, বেশ কয়েকটি টেস্ট করানো হয়েছে। এর মধ্যে ১৭টি করোনা পজিটিভ এসেছে। পজিটিভ হওয়ার হার শতকরা ৩.৭ শতাংশ। সংখ্যা কিছুটা বেড়েছে।

Covid 4 children in Malda tested corona positive abk মালদায় করোনা
  • 7/11

মালদা জেলায় নতুন করে শিশুরা করোনায় আক্রান্ত হয়েছে। তবে শিশুদের রিপোর্টে করোণা পজিটিভ এসেছে ঠিকই। কিন্তু তেমন কোনও উপসর্গ তাদের মধ্য়ে নেই। তবে মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে বড়দের করোনা বিধিনিষেধ আচরণ মেনে চলে চলাফেরা করতে হবে। বাড়িতে এসে প্রথমে স্নান করে জামাকাপড় ধুয়ে ফেলে শিশুর কাছে যেতে হবে।

Advertisement
Covid 4 children in Malda tested corona positive abk মালদায় কোভিড
  • 8/11

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বড়রা সাবধান থাকলেই ছোটরাও সাবধান থাকবে। মুখে মাক্স অবশ্যই পড়তে হবে।

Covid 4 children in Malda tested corona positive abk one
  • 9/11

এদিকে, শুক্রবার দুপুরে মালদা মেডিকেল কলেজ আসা রোগী এবং রোগীর আত্মীয়দের এবং বিশেষ করে শিশুদের মুখে প্রায়ই মাস্ক না পড়ে থাকতে দেখা গেল। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। করোনা বিধি-নিষেধ না মানলে সংক্রমণের সংখ্যা দিনে দিনে ক্রমশ বাড়তে থাকবে।

Covid 4 children in Malda tested corona positive abk two
  • 10/11

বিশেষজ্ঞদের পরামর্শ, করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে আরও সচেতন হতে হবে। বিধি মেনে চলতেই হবে।

Covid 4 children in Malda tested corona positive abk three
  • 11/11

না হলে কোনও উপায় নেই। সবাই সমস্যায় পড়বে। সংক্রমণের হার বাড়বে। আরও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। মাস্কের গুরুত্ব যেন ভুলে না যাই।

Advertisement