scorecardresearch
 

'পশ্চিমবঙ্গের ভোট নিয়ে পড়েছিলেন, অক্সিজেনের দিকে নজর দেননি' মোদীকে আক্রমণ রাহুলের

পূর্ব ঘোষণা মতো আজ করোনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। আর শ্বেতপত্র প্রকাশ করে নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করলেন তিনি।

Advertisement
রাহুল গান্ধি রাহুল গান্ধি
হাইলাইটস
  • আজ করোনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি
  • শ্বেতপত্র প্রকাশ করে কেন্দ্র সরকারের সমালোচনা করলেন রাহুল

পূর্ব ঘোষণা মতো আজ করোনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। আর শ্বেতপত্র প্রকাশ করে নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করলেন তিনি। সঙ্গে জানালেন, এই শ্বেতপত্র প্রকাশের লক্ষ্য সরকারকে দমিয়ে দেওয়া বা তাদের ভুল ধরা নয়। বরং, তাঁদের লক্ষ্য সরকার যেন এই শ্বেতপত্রের সাহায্য নিয়ে ভুলগুলো শুধরে নেয়। 

আজ শ্বেতপত্র প্রকাশ করে ভার্চুয়ালি সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'করোনায় তৃতীয় ঢেও আসছে এব্যাপারে কোনও সন্দেহ নেই। তাই কেন্দ্রকে আগাম সতর্কতা নিতে হবে। দ্বিতীয় ঢেওয়ে দেশের মানুষ হয়রানির শিকার হয়েছে। অনেকে অক্সিজেন না পেয়ে মারা গিয়েছেন। এটা কেন হল তা নিয়ে সরকারের বিবেচনা করা দরকার। দেশে অক্সিজেনের অভাব নেই, তারপরও কেন সাধারণ মানুষ অক্সিজেন পেলেন না?' 

আরও পড়ুন : নুসরতের বিয়ে-বিতর্ক এবার লোকসভায়! MP পদ খারিজের দাবি

করোনার দ্বিতীয় ঢেওয়ের জন্য কেন্দ্র সরকারকে সরাসরি আক্রমণ করেন রাহুল। তাঁর অভিযোগ, সেই সময় পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি অক্সিজেনের দিকে নজরই দেননি। সেকারণে এত ক্ষয়ক্ষতি ও মানুষের মৃত্যু হয়েছে। এরপরই রাহুলের সংযোজন, 'গতকাল গণটিকাকরণ ভালো হয়েছে। তার মানে এই নয় যে, করোনার সংকট চলে গেল। করোনা আটকানোর একমাত্র পথ ভ্যাকসিনেশন। সরকারের সেই দিকে নজর দেওয়া দরকার। এখনও অনেক ঘাটতি রয়েছে। আমরা যে শ্বেতপত্র প্রকাশ করেছি, তা সরকার দেখলে অনেক সাহায্য পাবে। থালা বাজিয়ে বা মোবাইলের আলো জ্বালিয়ে করোনা পালাবে না। তা সরকার বুঝেছে বলেই আমরা মনে করছি। করোনা মোকাবিলায় কী করা উচিত সে বিষয়ে আগেই মনমোহন সিং সরকারকে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, তখন সেই পরামর্শ হেসে উড়িয়ে দিয়েছিল কেন্দ্র। অথচ কয়েকমাস পর সেই পরামর্শকেই নিল তারা। আগে নিলে অনেকের প্রাণ বাঁচত।' 

Advertisement

আরও পড়ুন : ৩ মাস পর দেশে দৈনিক COVID আক্রান্ত ৫০ হাজারের নীচে

করোনায় মৃতের পরিবারগুলিকেও সাহায্য করা দরকার বলে দাবি করেন রাহুল। জানান, করোনা মোকাবিলায় কেন্দ্র সরকারের ফান্ড রয়েছে। সেখান থেকে .করোনায় মৃতদের পরিবারকে সাহায্য করা হোক। পাশাপাশি করোনা পরিস্থিতিক মোকাবিলায় রাজ্যগুলির সঙ্গে বৈষম্য করছে বলেও দাবি করেন এই কংগ্রেস নেতা। তাঁর মন্তব্য, 'এখন রাজনীতির সময় নয়। সব রাজ্যকে সমান অধিকার ও ক্ষমতা দিয়ে করোনার মোকাবিলা করতে হবে।' 

 

 

Advertisement