Covid Vaccine: হুগলিতে টিকাকরণের চূড়ান্ত প্রস্তুতি, ১২টি কেন্দ্রে পৌঁছাল ভ্যাকসিন

সমস্ত জল্পনার সমাপ্তি। আগামিকাল শনিবারই (Saturday) শুরু হয়ে যাচ্ছে করোনার টিকাকরণ (Corona Vaccine)। সেই মত এদিন চূড়ান্ত ব্যস্ততা দেখা গেল হুগলি (Hooghly) জেলার স্বাস্থ্য মহলে। গত ১২ তারিখই জেলায় এসে পৌঁছেছে প্রথম দফায় ৩২ হাজার ভ্যাকসিন। এই দফায় মোট ১২টি কেন্দ্র থেকে চলবে টিকাকরণ। এদিন সমস্ত ভ্যাকসিন আইন প্যাকে মুড়িয়ে পাইলট কারের মাধ্যমে কড়া পুলিশি প্রহরায় পৌঁছে দেওয়া দয় কেন্দ্রগুলিতে। 

Advertisement
Covid Vaccine: হুগলিতে টিকাকরণের চূড়ান্ত প্রস্তুতি, ১২টি কেন্দ্রে পৌঁছাল ভ্যাকসিনপ্রতীকী ছবি
হাইলাইটস
  • হুগলিতে ১২টি কেন্দ্রে হবে টিকাকরণ
  • কেন্দ্রগুলিতে পৌঁছে গিয়েছে ভ্যাকসিন
  • চূড়ান্ত প্রস্তুতি স্বাস্থ্যকর্মীদের মধ্যে

সমস্ত জল্পনার সমাপ্তি। আগামিকাল শনিবারই (Saturday) শুরু হয়ে যাচ্ছে করোনার টিকাকরণ (Corona Vaccine)। সেই মত এদিন চূড়ান্ত ব্যস্ততা দেখা গেল হুগলি (Hooghly) জেলার স্বাস্থ্য মহলে। গত ১২ তারিখই জেলায় এসে পৌঁছেছে প্রথম দফায় ৩২ হাজার ভ্যাকসিন। এই দফায় মোট ১২টি কেন্দ্র থেকে চলবে টিকাকরণ। এদিন সমস্ত ভ্যাকসিন আইন প্যাকে মুড়িয়ে পাইলট কারের মাধ্যমে কড়া পুলিশি প্রহরায় পৌঁছে দেওয়া দয় কেন্দ্রগুলিতে। 

অন্যদিকে এদিন টিকাকরণ অভিযান শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখা গেল চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। টিকাকরণের জন্য বেছে নেওয়া হয়েছে শিশু বহির্বিভাগ ভবনকে। গত ৮ তারিখ এখানেই চলে ভ্যাকসিনের ড্রাই রান। এদিন গোটা প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন হাসপাতালের সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মণ্ডল। সুপার জানান, টপ্রথম দফায় চুঁচুড়া হাসপাতাল ও পুরসভার স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। আপাতত প্রতিদিন ভ্যাকসিন দেওয়া হবে ১০০ জনকে। সপ্তাহে মোট চারদিন ভ্যাকসিন দেওয়ার নির্দেশে এসেছে। আগামিকাল সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে।' 

প্রসঙ্গত, আগামিকাল দেশব্যাপী টিকাকরণ কর্মসূচির সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে সমগ্র কর্মসূচির ওপর নজরদারিও চালাবেন তিনি। ভ্যাকসিন নিতে গেলে আগে কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। যিনি নেবেন তাঁকে অবশ্যই ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে। টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিনের মাথায় নিতে হবে দ্বিতীয় ডোজ। দুটি ডোজ সম্পন্ন হওয়ার ১৪ দিন পর থেকে রক্তরসে অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হবে। তবে অ্যালার্জি বা ওই ধরনের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে হবে ভ্যাকসিন। অস্ত্রোপচার বা অন্য কোনও ধরনের থেরাপি থাকলেও নিতে হবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ। এছাড়াও গর্ভবতী মহিলা বা যে সমস্ত মহিলারা সন্তানদের বুকের দুধ খাওয়ান তাঁরাও নিতে পারবেন না টিকা। জানা গেছে, পুণের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে কোভিশিল্ড নিয়ে চুক্তি হয়েছে কেন্দ্রের। সূত্রের খবর, প্রতি ডোজ কোভিশিল্ডের দাম ২০০ টাকা ধার্য করা হয়েছে। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement