scorecardresearch
 

Covid 19 Updates Of India : দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, ২.৮৬ লক্ষ নয়া কেস

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩,০৫,৩৫৭ জন। যার জেরে দেশে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ৩,৭৬,৭৭,৩২৮। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৩.৩৩ শতাংশ।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৫৭৩ জনের
  • অ্যাকটিভ রোগীর সংখ্যা ২২ লক্ষর বেশি
  • পজিটিভিটি রেট ১৯.৫৯ শতাংশ

আবারও বাড়ল দেশে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona Virus) নতুন করে আক্রান্ত হয়েছেন ২.৮৬ লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে ৫৭৩ জনের। বুধবার এই সংখ্যাটা ছিল ২.৮৫ লক্ষ। পাশাপাশি মৃত্যু হয়েছিল ৬৬৫ জনের। 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩,০৫,৩৫৭ জন। যার জেরে দেশে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ৩,৭৬,৭৭,৩২৮। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৩.৩৩ শতাংশ। তবে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা এখনও ২২ লক্ষর বেশি। পাশাপাশি দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) হল ১৯.৫৯ শতাংশ। 

যদি শুধু মাত্র বাংলার (West Bengal) দিকে নজর দেওয়া যায় তবে দেখা যাবে, রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৯৬৯ জন। ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৯,৭৯,২৫৪। পাশাপাশি এই একই সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭,৭৩৪ জন। ফলে রাজ্যে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ১৮,৯১,৪৪০। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৫.৫৬ শতাংশ।

অন্যদিকে রাজ্য সরকারের শেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের। ফলে বাংলায় কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২০,৪৪৫। বর্তমানে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর  সংখ্যা ৬৭,৩৬৯। 

আরও পড়ুনরেল লাইনে বিস্ফোরণ মাওবাদীদের, হাওড়া-দিল্লি লাইনে প্রভাবিত ট্রেন চলাচল

 

Advertisement