scorecardresearch
 

Vaccine: 'টিকা নেওয়ার পরে জ্বর আসা ভাল,' বলছেন বিশিষ্ট মাইক্রোবায়োলজিস্ট

দুঃশ্চিন্তা নিরসনে 'আজতক বাংলা' যোগাযোগ করেছিল বিশিষ্ট মাইক্রোবায়োলজিস্ট ও NRS মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যাপক ডা. নিশীথ পালের সঙ্গে। ভ্যাকসিন নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন তিনি।

Advertisement
টিকাকরণ -- ছবি: PTI টিকাকরণ -- ছবি: PTI
হাইলাইটস
  • দ্বিতীয় ডোজ দেরি হচ্ছে। ক্ষতিকর হতে পারে?
  • আবার ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে?
  • ভ্যাকসিন নেওয়ার পরে জ্বর আসছে

রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, রাজ্যের কাছে পর্যাপ্ত ভ্যাকসিনের জোগান এলেই দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে। নির্ধারিত সময়ে সেই ভ্যাকসিন পাবেন সাধারণ মানুষ। অযথা ভিড় করবেন না। তবু পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল, টিকা কেন্দ্রে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। দ্বিতীয় ডোজের ভ্যাকসিনের জন্য মাঝ রাত থেকেও লাইন দেখা যাচ্ছে বহু জায়গায়।

COVID নিয়ে যেমন একাধিক প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে, তেমনই ভ্যাকসিন নিয়েও প্রশ্নের শেষ নেই। ভ্যাকসিনের দীর্ঘ লাইনেও বিপদ ছড়ানোর আশঙ্কা থেকে যায়। তাই এই অতিমারি থেকে রক্ষা পেতে ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি সচেতনতাও জরুরি। দ্বিতীয় ডোজের ভ্যাকিন পেতে দেরি হওয়ায় অনেকেরই নানা দুশ্চিন্তা বাসা বাঁধছে মনে। সেই দুঃশ্চিন্তা নিরসনেই 'আজতক বাংলা' যোগাযোগ করেছিল বিশিষ্ট মাইক্রোবায়োলজিস্ট ও NRS মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যাপক ডা. নিশীথ পালের সঙ্গে। ভ্যাকসিন নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন তিনি।

আরও পড়ুন: COVID Vaccine: টিকার দ্বিতীয় ডোজের জন্য অযথা ভিড় করবেন না, পরামর্শ রাজ্যের 

প্রথম ডোজের ভ্যাকসিন নেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজ দেরি হচ্ছে। ক্ষতিকর হতে পারে?

ডা. নিশীথ পাল জানাচ্ছেন, 'কোভিশিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রে ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া যেতে পারে। তবে আরেকটু দেরি হলেও কিছু হবে না। কোভ্যাক্সিনের ক্ষেত্রে কিছু বলেনি। তবে একমাস বা ৬ সপ্তাহ, ৮ সপ্তাহে দ্বিতীয় ডোজ নিলেও ক্ষতি নেই।'

PTI ছবি
ভ্যাকসিন -- ছবি: PTI

যদি ভ্যাকসিন নিতে নির্ধারিত সময়ের চেয়ে একটু বেশি দেরি হয়ে যায়, তা হলে কি বড় ধরনের ক্ষতি হতে পারে শরীরে?

ডা. নিশীথ পাল জানাচ্ছেন, না। এক, দু'সপ্তাহ বেশি দেরি হলে কোনও ক্ষতি নেই। প্রথম ডোজের ৭ থেকে ১৪ দিনের মধ্যে অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয় শরীরে। সেটা বেশি দূর ওঠে না। একটুখানি তৈরি হয়ে আবার পড়তে থাকে। দ্বিতীয় ডোজ যখন দেবে, তখন ওটা বুস্টার ডোজ। তখন অ্যান্টিবডি একটু বেশি উঠতে থাকে, এবং তা অনেকদিন স্থায়ী হয়।

Advertisement

আরও পড়ুন: প্রাইভেট হাসপাতালগুলিকে টিকা দেওয়া বন্ধ করল রাজ্য সরকার 

দুটি ডোজ নেওয়ার পরে কি আবার ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে? থাকলেও তা কতদিন পরে?

এ ক্ষেত্রে অধ্যাপক নিশীথ পাল বলছেন, 'দেখুন নতুন ভ্যাকসিনের বড় ফিল্ড ট্রায়াল কিছু হয়নি। আসলে এটাই ফিল্ড ট্রায়াল চলছে আর কী। তবে এখনও পর্যন্ত যেটুকু প্রমাণিত নথি রয়েছে, তাতে বলা যায়, এখন ভ্যাকসিন নেওয়ার পরেও যে আজীবন ইমিউনিটি শরীরে তৈরি হয়ে যাবে, তা নয়। তিন বা মাস ছয়েক পরে আবার অ্যান্টিবডি লেভেল নামতে থাকতে পারে। তখন আবার নিতে হতে হবে। কিন্তু তার মধ্যে হয়তো অতিমারি কেটে যাবে।'

ভ্যাকসিন নেওয়ার পরে জ্বর আসছে

ডা. নিশীথ পালের কথায়, 'দ্বিতীয় ডোজের পরে জ্বর এলে সেটা ভাল দিক। জ্বর এলে বুঝতে হবে, টিকাকরণ সফল হয়েছে। ভ্যাকসিন কাজ করছে।'

Advertisement