২৩ এপ্রিল স্বাস্থ্য দফতরের বুলেটিনে পাওয়া খবরে জানানো হয়েছে শেষ রিপোর্ট পর্যন্ত উত্তরবঙ্গে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে আটজনের। এর মধ্যে আলিপুরদুয়ারে ১ জন, দার্জিলিংয়ে একজন, জলপাইগুড়িতে ২ জন দক্ষিণ দিনাজপুরে একজন এবং মালদহে তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে উত্তরবঙ্গে আক্রান্তের মোট সংখ্যা ৬৭৯ জন। তবে পরে আরও ছজন করোনা আক্রান্ত হয়ে মৃ্ত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
মৃতদের মধ্যে একজন মিতালী বিশ্বাস আকাশবাণী শিলিগুড়ির ঘোষিকা ছিলেন। পাশাপাশি উত্তরবঙ্গে বাচিক শিল্পী হিসেবে তাঁর পরিচিতি ছিল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উত্তরের সংস্কৃতি মহলে। শুক্রবার রাত পর্যন্ত উত্তরবঙ্গে নতুন করে ১ হাজার ২ জন করোনা সংক্রমিত হয়েছেন।
স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে কোচবিহারে নতুন করে আক্রান্তের সংখ্যা ১১৭। অন্যদিকে আলিপুরদুয়ারে ১৩ জন, জলপাইগুড়িতে ৮০ জন, শিলিগুড়ি এলাকাতে ২৫১ জন, দার্জিলিং জেলায় ৩৪৩ জন, মালদহে ৪৪৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে করোনার প্রকোপে লাগাম টানতে শিলিগুড়ি পুরনিগমে, জলপাইগুড়ি জেলা প্রশাসনে, কোচবিহার ও আলিপুরদুয়ারে পৃথকভাবে বৈঠক করা হয়েছে।
করোনা প্রকোপের গুরুত্ব অনুধাবন করে বিভিন্ন এলাকায় মাস্ক ছাড়া বাজারে ঢুকতে দেওয়া হবে না, বা জিনিসপত্র বিক্রি করা হবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। মালবাজার ব্যবসায়ী সমিতি মাস্ক ছাড়া কাউকেই পণ্য বিক্রি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তারা নোটিশ টাঙিয়ে দিয়েছেন বাজারে ঢোাকার মুখে। শিলিগুড়ির বিভিন্ন শপিংমল ও মার্কেট কমপ্লেক্সে মাস্ক ছাড়া ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
অন্যদিকে করোনা টিকা না পেয়ে আলিপুরদুয়ার জেলার জয়গাঁ সরকারি হাসপাতালে নার্সদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। দুই দিনাজপুর, মালদা সব জায়গাতেই আক্রান্তের সংখ্যা কম বেশি বেড়েছে। যা উদ্বেগে রাখছে স্বাস্থ্যকর্তাদের।
বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবকরা পথে নেমে সচেতনতা প্রচারে নেমেছেন। কেউ অনুরোধ করছেন মাস্ক পড়ার জন্য, আবার কেউ অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তায় ঘুরছেন, যাতে করোনা হলে এমন অ্যাম্বুল্যান্স নিয়ে ঘুরতে হবে বলে সাবধান করে।