scorecardresearch
 

নয়া ভ্যারিয়েন্ট Deltacron-এ আরেকটা ওয়েভ? কী উপসর্গ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানাচ্ছে, ফ্রান্স, নেদারল্যান্ড এবং ডেনমার্কের মতো দেশে এর কিছু কেস সামনে এসেছে। যদিও সেই দিক থেকে দেখতে গেলে এই ভ্যারিয়েন্টের মোট কেস খুবই কম সামনে এসেছে। হু-এর কারিগরি প্রধান মারিয়া ভ্যান কেরখোভ জানাচ্ছেন, বিজ্ঞানীরা এর ওপরে নজর রাখছেন, যাতে জানা যায় যে এটি কতোটা ক্ষতিকর ও সংক্রামক। এই ভ্যারিয়ান্টটিও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন WHO-এর বিজ্ঞানীরা। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ডেল্টা ও ওমিক্রনের মিশ্র রূপ ডেল্টাক্রন
  • ভারতে এখনও পাওয়া যায়নি
  • নয়া ভ্যারিয়ান্ট থেকে বাঁচতে মেনে চলুন কোভিড বিধি

ফের আতঙ্ক বাড়াচ্ছে করোনা (Corona)। সম্প্রতি সামনে এসেছে করোনা নয়া ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন (Deltacron)। বলা হচ্ছে, এটি নাকি ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের মিশ্রণে তৈরি হয়েছে।এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানাচ্ছে, ফ্রান্স, নেদারল্যান্ড এবং ডেনমার্কের মতো দেশে এর কিছু কেস সামনে এসেছে। যদিও সেই দিক থেকে দেখতে গেলে এই ভ্যারিয়েন্টের মোট কেস খুবই কম সামনে এসেছে। হু-এর কারিগরি প্রধান মারিয়া ভ্যান কেরখোভ জানাচ্ছেন, বিজ্ঞানীরা এর ওপরে নজর রাখছেন, যাতে জানা যায় যে এটি কতোটা ক্ষতিকর ও সংক্রামক। এই ভ্যারিয়ান্টটিও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন WHO-এর বিজ্ঞানীরা। 

মারিয়া ভ্যান কেরখোভ আরও জানাচ্ছেন, এই ভ্যারিয়েন্টের ওপরে সম্পূর্ণ নজর রাখা হচ্ছে। এতে প্রাণীরাও সংক্রমিত হচ্ছে। মানুষও এতে সংক্রমিত হতে পারে। কারণ মহামারি এখনও পুরপুরি শেষ হয়নি। 

ডেল্টাক্রন কী?
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ডেল্টাক্রন ডেল্টা ও ওমিক্রন, এই দুই ভ্যারিয়েন্টের সংমিশ্রণে তৈরি হয়েছে। ফলে এতে কোনও ব্যক্তি একই সময়ে ডেল্টা ও ওমিক্রন, ২টি ভ্যারিয়ান্টে আক্রান্ত হতে পারেন। 

কবে সামনে এল ডেল্টাক্রন?
২০২২ সালের জানুয়ারিতে সবচেয়ে প্রথম এই ভ্যারিয়েন্টের বিষয়ে জানা যায়। সাইপ্রাসের এক গবেষক প্রথম করোনা ভাইরাসেন নয়া স্ট্রেনের বিষয়ে জানতে পারেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ভ্যারিয়েন্টে বডি ডেল্টা দিয়ে তৈরি আর স্পাইক তৈরি ওমিক্রন দিয়ে। 

এই ভ্যারিয়ান্টে ভয় পাওয়া উচিত?
এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্টের বিষয়ে প্রচুর তথ্য পাওয়া যায়নি, তাই এটি কতোটা ভয়ানক তা এখনই বলা মুশকিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। হুএ-র মতে এখনও পর্যন্ত এই নতুন ভ্যারিয়েন্টের তীব্রতায় কোনও পরিবর্তন দেখা যায়নি।

ভারতে কী অবস্থা?
বিশ্বে অন্যান্য বেশ কয়েকটি দেশে ডেল্টাক্রন দেখা গেলেও ভারতে এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্ট দেখা যায়নি। তবে কোনও কোনও কেসে ডেল্টা ও ওমিক্রনের মিশ্রিত রূপ দেখা গিয়েছে। 

Advertisement

উপসর্গ কী?
এখনও পর্যন্ত ডেল্টাক্রনের যে উপসর্গগুলি উঠে এসেছে সেগুলি হল-
তীব্র জ্বর
কফ
গন্ধ বোঝার ক্ষমতা কমে যাওয়া বা চলে যাওয়া
নাক থেকে কাঁচা জল পড়া
মাথা যন্ত্রণা
শ্বাসকষ্ট
পেশী ও শরীরে ব্যাথা
গলা ব্যাথা
বমি
ডায়ারিয়া

এর থেকে বাঁচার জন্য কী করবেন?
ভাইরাস থেকে বাঁচার সবচেয়ে ভাল উপায় হল কোভিড বিধি মেনে চলা। অর্থাৎ মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা, হাত ধোওয়ার মতো নিয়মগুলি মেনে চললে এর থেকে আক্রান্তের আশঙ্কা কমে যায়। 

আরও পড়ুনমাত্র ১১ বছরে বিদেশে জমি কিনল এই শিশু, কারণ জানলে অবাক হবেন

 

Advertisement