scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Life On Mars : মঙ্গলে প্রাণ আছে? উত্তর খুঁজছে NASA, জবাব দিলেই ২৩ লক্ষ টাকা

প্রতীকী ছবি
  • 1/6

মঙ্গলগ্রহে প্রাণ আছে কি না (Life On Mars), এই প্রশ্নের উত্তর বিগত বহু বছর ধরেই খোঁজা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই কাজে নিয়োজিত।

প্রতীকী ছবি
  • 2/6

তবে এবার আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা NASA সাধারণ মানুষের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। তাতে তথ্য বিশ্লেষণ করে বলতে হবে যে মঙ্গলগ্রহে প্রাণ ছিল কি না, আছে কি না বা থাকবে কি না। যদি কেউ এতে সফল হন এবং তাঁর কৌশল নাসার পছন্দ হয় তবে তিনি পাবেন ৩০ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৩ লক্ষ টাকা। 

আরও পড়ুনEPFO-তে সুদ কমেছে, নয়া হারে পেমেন্ট কবে পাবেন গ্রাহকরা?

প্রতীকী ছবি
  • 3/6

এই প্রতিযোগিতা আয়োজন করতে নাসাকে সহায়তা করথে ক্রাউড সোর্সিং প্ল্যাটফর্ম হিরোএক্স। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার শেষ তারিখ ১৮ এপ্রিল ২০২২। কোনও ইচ্ছুক ব্যক্তি এই লিঙ্কে ক্লিক করে নিজের যোগ্যতা যাচাই করতে পারেন। এছাড়াও, HeroX Challenge পেজে গিয়েও এর সম্পূর্ণ তথ্য দেখতে পারেন। 

 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল এমন একটি টুল তৈরি করা যা স্বয়ংক্রিয়ভাবে মঙ্গল গ্রহে বিচরণকারী নাসার পারসিভারেন্স এবং কিউরিওসিটি রোভারের স্পেকট্রোমিটারের ডেটা বিশ্লেষণ করতে পারে। এই উভয় রোভারের স্পেকট্রোমিটার মঙ্গল গ্রহের পাথর এবং তাদের ভিতরে উপস্থিত জৈব পদার্থ পরীক্ষা করে। সেগুলির ডেটা পৃথিবীতে পাঠায়। এখন সাধারণ মানুষকে এই ডেটা বিশ্লেষণের জন্য একটি টুল তৈরি করতে হবে।
 

প্রতীকী ছবি
  • 5/6

মঙ্গলে একসময় প্রাণ থাকার প্রমাণ পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। সেখানে তরল জলও ছিল। তবে প্রাণের অবস্থান সম্পর্কে নিশ্চিত করে বলা কিছু যাচ্ছে না। তাই সেই বিষয়টি খতিয়ে দেখতেই মঙ্গলে রোভার পাঠানো হয়েছে। এখন নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি যৌথভাবে মঙ্গল গ্রহ থেকে নমুনা আনার মিশন হাতে নিতে যাচ্ছে। যাতে পৃথিবীতে সেগুলি বিশ্লেষণ করা যায়। প্রাণের সন্ধান বা তার সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ খতিয়ে দেখা যেতে পারে।
 

প্রতীকী ছবি
  • 6/6

নাসা চাইছে সারা বিশ্বের মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। যাতে বিশ্বের সেরা ডেটা বিশ্লেষক বা বুদ্ধিমান ব্যক্তিরা মঙ্গল গ্রহে জীবনের গোপন রহস্য উন্মোচন করতে তাদের সাহায্য করতে পারেন। একইসঙ্গে ভবিষ্যতে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া সম্ভব কি না সেই বিষয়টিও যাতে খুঁজে বের করা যায়।
 

Advertisement