রাজ্যজুড়ে শুরু হয়ে কোভিড ভ্যাক্সিনের ড্রাই রান প্রসেস। দক্ষিণ ২৪ পরগনার ৩ জায়গায় শুরু হলো Co win ভ্যাক্সিনের ড্রাই রান প্রোগ্রাম। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, সরিষা BPHC ও ফলতার দি সহরার নার্সিং হোমে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো আজ থেকে৷ অবশ্য প্রথমেই এই ভ্যাক্সিন দেওয়া হচ্ছে কোভিডের সাথে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধাদের।