Advertisement

VIDEO: বৈশাখ পড়লেও এবার মুকুল ঠেলে লিচু ধরাতে অক্ষম নদীয়ার কৃষকরা

বৈশাখ পড়লেই আম,জাম,লিচুর সমাহারে বাংলার বাজারে খুশির জোয়ার নেমে আসে। কিন্তুু এ বছর অজানা নানান রোগে লিচুর ফলন কমেছে। বিভিন্ন দামি দামি কীটনাশক ঔষধ বার বার স্প্রে করেও লিচুর মুকুল থেকে লিচু ধরাতে পারেননি কৃষকরা। তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বিফল হচ্ছে ইদানিংয়ের নিত্যনতুন রোগের আক্রমণে। নদীয়া জেলার শান্তিপুর হরিপুর এলাকার বাগান মালিক অনন্ত হালদার দীর্ঘ নয় বছর ধরে লিচুর চাষ করে আসছেন, বোম্বাই, আতাবোম্বাই ,আঁটি সব মিলিয়ে প্রায় 80 টি গাছ ! গত বছরে প্রায় তিন লাখ লিচু ফলেছিলো। এবছর 30 -40 হাজার হতে পারে বলে অনুমান করছেন তিনি।এই মহামারীর সময় পরিবার,পরিজন ও শ্রমিকদের দুবেলা খাবারের ব্যবস্থা করতে। যথেষ্টই সমস্যায় পড়তে হচ্ছে লিচু চাষীদের।

Advertisement