কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের উদ্যোগে কলকাতার কোয়েস্ট মল-এ প্রথম ফ্রি কোভিড ভ্যাক্সিনেশন ড্রাইভ শুরু করা হল আজ। CoWIN অ্যাপের মাধ্যমে ভ্যাকসিন বুক করে, সেই নাম্বার কর্তৃপক্ষকে হোয়াটসঅ্যাপে মেসেজ এর মাধ্যমে পাঠালে তবেই মিলছে ভ্যাকসিন। সম্পূর্ণ বিনামূল্যে কোভিড ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় দুটি ডোজই দেওয়া হচ্ছে এখান থেকে। নিজের গাড়িতে বসেই ভ্যাকসিন নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন গ্রহীতারা।