করোনা ভাইরাস ঘুম কেড়েছে গোটা বিশ্বের। বাদ যায়নি ভারতও। দেশে করোনা সংক্রমণের হার রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকদের কাছে। করোনার দ্বিতীয় ঢেউ- এর আসতে চলেছে তৃতীয় ঢেউ। কিন্তু করোনার তৃতীয় ঢেউ শিশুদের জন্য় কেন বেশি ঝুঁকিপূর্ণ? জানালেন আইআইটি কানপুরের অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল।