scorecardresearch
 
Advertisement
অপরাধ

Ilish : ১৪০ কেজি ইলিশ গেঁথেছে মুর্শিদাবাদ পুলিশের বড়শিতে!

Ilish or Hilsa Murshidabad Police caught two with 140 kg fish from Islampur abk one
  • 1/14

Ilish: মাছ নিয়ে বাঙালির আদরের শেষ নেই। তার মধ্যে ইলিশ হলে তো কথাই নেই। ভাল খবর হল, বাংলায় এসেছে পদ্মার ইলিশ। ইলিশের এই মারকাটারি চাহিদার জন্য বোধহয় ইলিশের চোলাচালানও শুরু হয়েছে।

Ilish or Hilsa Murshidabad Police caught two with 140 kg fish from Islampur abk two
  • 2/14

তেমনই একটা ঘটনার কথা জানা গেল মুর্শিদাবাদের ইসলামপুরে। সেখানে ১৪০ কেজি ইলিশ ধরা পড়ল। সেগুলি নিয়ম না মেনে নিয়ে যাওয়া হচ্ছিল।

Ilish or Hilsa Murshidabad Police caught two with 140 kg fish from Islampur abk three
  • 3/14

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার ইসলামপুর টোলে নাকা তল্লাশি চালানোর সময় ১৪০ কেজি ইলিশ মাছ-সহ পুলিস দুই জনকে গ্রেপ্তার করে। 

Advertisement
Ilish or Hilsa Murshidabad Police caught two with 140 kg fish from Islampur abk four
  • 4/14

পুলিস জানিয়েছে, ধৃত দুই জনের নান বিদ্যুৎ হালদার ও বিপ্লব হালদার।

Ilish or Hilsa Murshidabad Police caught two with 140 kg fish from Islampur abk five
  • 5/14

বিদ্যুৎ হালিদারেরববাড়ি জলঙ্গি থানার হোগলারদেয়ার এবং অপর জনের বাড়ি ওই থানা এলাকার জয়কৃষ্ণপুরে।

Ilish or Hilsa Murshidabad Police caught two with 140 kg fish from Islampur abk six
  • 6/14

ইসলামপুর থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, সূত্র মারফত খবর ছিল বৃহস্পতিবার বিকেলে ওপার বাংলা থেকে প্রচুর পরিমাণে ইলিশ সীমান্ত পেরিয়ে আসছে।

Ilish or Hilsa Murshidabad Police caught two with 140 kg fish from Islampur abk seven
  • 7/14

খবর মোতাবেক বিকেল থেকেই ইসলামপুর টোল এবং টোল সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি শুরু হয়। রাত ১০ টা নাগাদ একটি মারুতি ভ্যানে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি ইলিশ উদ্ধার হয়।

Advertisement
Ilish or Hilsa Murshidabad Police caught two with 140 kg fish from Islampur abk eight
  • 8/14

উল্লেখ্য, বাংলাদেশের ইলিশের কদর এবং চাহিদা এই রাজ্যে তুঙ্গে।

Ilish or Hilsa Murshidabad Police caught two with 140 kg fish from Islampur abk nine
  • 9/14

বর্ষার মরসুম শুরু হওয়ার পরে থেকেই চোরাপথে সীমান্ত পেরিয়ে এ রাজ্যে আসছে। 

Ilish or Hilsa Murshidabad Police caught two with 140 kg fish from Islampur abk ten
  • 10/14

বেশ কিছু ক্ষেত্রে চোরাকারবারিরা সফল হলেও বিএসএফ ও পুলিশের হাতে ধরাও পড়ছে। কিছুদিন আগে জলঙ্গি সীমান্ত দিয়ে চোরাচালানের সময় বিএসএফ ২৫৭ কেজি ইলিশ উদ্ধার করে।

Ilish or Hilsa Murshidabad Police caught two with 140 kg fish from Islampur abk ইলিশ
  • 11/14

বহু প্রতীক্ষার পর কলকাতা এল বাংলাদেশের ইলিশ। বুধবার রাতে বাংলাদেশ থেকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এ রাজ্যে ঢোকে।

Advertisement
Ilish or Hilsa Murshidabad Police caught two with 140 kg fish from Islampur abk পদ্মার ইলিশ
  • 12/14

বৃহস্পতিবার সকাল থেকে হাওড়া পাইকারি মাছ বাজারের শুরু হয়েছে ওই ইলিশের বেচাকেনা।

Ilish or Hilsa Murshidabad Police caught two with 140 kg fish from Islampur abk ইলিশ মাছ
  • 13/14

২০১২ সালে শেখ হাসিনার সরকার ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। 

Ilish or Hilsa Murshidabad Police caught two with 140 kg fish from Islampur abk বাংলাদেশের ইলিশ
  • 14/14

এরপর ওপার বাংলা থেকে এপার বাংলায় ইলিশ রফতানি বন্ধ ছিল। কিন্তু বাংলাদেশ সরকার গত দু'বছর পর এ বছরেও পুজোর আগে উপহার হিসেবে বাংলাদেশের ইলিশ পাঠাতে রাজি হয়।

Advertisement