STF-এর পুরো নাম Special Task Force। বিভিন্ন রাজ্যের সরকার সন্ত্রাস দমন, ডাকাতি, গ্যাংস্টারকে পাকড়াও করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। মোট কথা রাজ্যের যে কোনও বড়সড় দুর্নীতি দমনে ডাক পড়ে এই Special Task Force-এর।
তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরবপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার-সহ একাধিক রাজ্যে রয়েছে Special Task Force। মূলত দুর্নীতি দমনের লক্ষ্যেই এই রাজ্যগুলিতে STF কাজ করে।
Newtown Encounter-এর ঘটনাতেও নায়ত এই Special Task Force। সূত্রের খবর, গত রবিবার বীরভূমের সিউড়ি থেকে অস্ত্র–বিস্ফোরক সহ একটি ট্রাক আটক করে পুলিশ। সেখানে থাকা দু’জনকে গ্রেফতার করা হয়।
পুলিশের তরফে খবর দেওয়া হয় কলকাতা STF-কে। তারা ধৃতদের জেরা করে যশপ্রীত জসসি এবং জয়পাল বুল্লারের কথা জানতে পারে।
ওই দুই অপরাধী সাপুরজি আবাসনে লুকিয়ে আছে তা জানতে পারেন STF কর্তারা। সূত্রের খবর, অপারেশনে নামার আগে থেকেই দুই গ্যাংস্টারের গতিবিধির উপরে নজর রাখতে শুরু করে STF৷
তারপর বুধবার STF ও পুলিশ যৌথ অভিযান চালায়। STF-এর গুলিতে মৃত্যু হয় জয়পাল বুল্লার এবং যশপ্রীত জসসি নামে পাঞ্জাবের কুখ্যাত দুই গ্যাংস্টারের।