Bogtui killing Lalan Sk : বগটুই গণহত্যাকাণ্ড ও লালনের মৃত্যু, রহস্য লুকিয়ে হার্ডডিস্কে ?

২১ মার্চ, ২০২২। বগটুইয়ে পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের পর সেখানে অগ্নিসংযোগ করা হয়। তাতে ১০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার প্রধান অভিযুক্ত লালন শেখের মৃত্যু তুলে দিয়েছে একাধিক প্রশ্ন।

Advertisement
বগটুই গণহত্যাকাণ্ড ও লালনের মৃত্যু, রহস্য লুকিয়ে একটি হার্ডডিস্কে ? ফাইল ছবি
হাইলাইটস
  • বগটুইয়ে পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের পর সেখানে অগ্নিসংযোগ করা হয়
  • সেই ঘটনার প্রধান অভিযুক্ত লালন শেখের মৃত্যু তুলে দিয়েছে একাধিক প্রশ্ন

২১ মার্চ, ২০২২। বগটুইয়ে পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের পর সেখানে অগ্নিসংযোগ করা হয়। তাতে ১০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার প্রধান অভিযুক্ত লালন শেখের মৃত্যু তুলে দিয়েছে একাধিক প্রশ্ন। সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে ছিলেন ভাদু। সেখানে বাথরুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় লালনের। তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রীয় দন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে। লালনের পরিবারের অভিযোগ, সিবিআই খুন করেছে লালনকে। যদিও CBI-র দাবি,আত্মঘাতী হয়েছেন বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখ।    

কেন লালন শেখের মৃত্যুতে সরগরম রাজ্য ? 

উপপ্রধান ভাদু শেখের ছায়াসঙ্গী ছিলেন লালন। ২১ মার্চ ভাদু খুন হন একটি চায়ের দোকানে। সেখানেও লালন ছিলেন ভাদুর সঙ্গেই। অভিযোগ, দুষ্কৃতীরা একাধিক বোমা নিক্ষেপ করে ভাদুকে লক্ষ্য করে। মৃত্যু হয় তাঁর। ঠিক তারপরই বগটুই গ্রামে হত্যালীলা চালানো হয়। অভিযোগ, বগটুই কাণ্ডের মাস্টারমাইন্ড এই লালন। তিনিই ভাদুর সঙ্গীদের নিয়ে পরিকল্পনামাফিক হামলা চালায় গ্রামে। অগ্নিসংযোগ করা হয় একের পর এক বাড়িতে। মারা যান ১০ জন। 

অভিযোগ, সেই রাতে লালনের বাড়ির উঠোনেই গণহত্যার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। সেখানে ছিল লালনও। তাঁর বাড়ির কাছে লাগানো ছিল একটি CCTV। কিন্তু সেই CCTV-র হার্ড ডিস্কের হদিশ CBI আধিকারিকরা পাননি বলেই খবর। 

আরও পড়ুন : হোটেলের বন্ধ ঘর, ভিডিও..., সুন্দরী ইউটিবারের 'রূপের-জালে' ফাঁসলেন ব্যবসায়ী, খোয়ালেন ৮০ লাখ

লালন শেখ

এই অবস্থায় লালনের মৃত্যু তুলে দিয়েছে একাধিক প্রশ্ন। সেই হার্ড ডিস্কের মধ্যেই কি ছিল বগটুই হত্যাকাণ্ডের যাবতীয় প্রমাণ? যদি সেই হার্ডডিস্ক না মেলে তাহলে কি তদন্ত এগোবে ?  

লালনের মৃত্যু রাজ্য রাজনীতিতেও প্রভাব ফেলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বলেছেন, এই ইস্যুটা তিনি তুলে ধরবেন। তৃণমূলের তরফে সিবিআই-এর তীব্র সমালোচনা করা হয়েছে। আসরে নেমেছে বিজেপিও। 

Advertisement

আরও পড়ুন : পাকা বাড়ি থাকলে আবাস যোজনার সুবিধে পাবেন? জানিয়ে দিল নবান্ন

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'এখনও পর্যন্ত যা জানতে পেরেছি লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর সময় সিবিআই আধিকারিকরা আদালতে গিয়েছিলেন। কিন্তু সিবিআইকে শুধু দোষ দিলে চলবে না। লালন শেখকে পাহারার দায়িত্বে ছিল রাজ্য পুলিশও। এখানে যদি কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে সিবিআই-এর বিরুদ্ধে, তাহলে  রাজ্য পুলিশের দায়িত্বে যারা ছিলেন তাদের ক্ষেত্রেও একই রকমভাবে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠবে।' 

ভাদু শেখের স্ত্রী
ভাদু শেখের স্ত্রী

হার্ডডিস্ক রহস্য 

হার্ডডিস্কের কথা স্বীকার করে নিয়েছেন লালনের স্ত্রী রেশমা। তাঁর অভিযোগ সোমবার লালনকে বগটুই গ্রামে নিয়ে আসেন তদন্তকারীরা। সেই CCTV-র হার্ডডিস্কের ব্যাপারে তদন্তকারীরা খোঁজ নেন। তা কোথায় আছে, জানতে চান। রেশমার অভিযোগ, 'CBI প্রথমে আমাদের থেকে হার্ড ডিস্ক চেয়েছিল। তার পর আমার থেকে ৫০ লক্ষ টাকা দাবি করে।  টাকা দিলে কেস সেটল করে দেবে বলে।' তদন্তকারীরা লালনকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছিল বলেও দাবি মৃতের স্ত্রীর। যদিও সিবিআই-এর তরফে এই নিয়ে কোনও বিবৃতি বা বয়ান সামনে আসেনি। তবে লালনের পরিবারের সদস্যদের অভিযোগ, এই হার্ডডিস্কের জন্যই প্রাণ গিয়েছে লালনের। 

কে এই লালন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,  তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় বগটুইয়ে নিজের আধিপত্য বিস্তার করেছিল লালন। একাধিক সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিলেন তিনি। উপপ্রধান ভাদু শেখের ছায়াসঙ্গীও ছিলেন। বগটুই গণগহত্যার পরদিনও তাঁকে গ্রামে দেখা যায়। এমনকী সংবাদমাধ্যমের সামনে এনে ভাদু খুনের বিস্তারিত বর্ণনাও তিনি দিয়েছিলেন। হত্যাকাণ্ডের ২ দিন পর হাইকোর্টের নির্দেশে তদন্ত হতে নেয় CBI। সেই থেকেই ফেরার হয়ে যান লালন। যদিও ৫ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

বগটুইকাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য
বগটুইকাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য

আরও পড়ুন : রাজ্যের ডিএ মামলার বড় আপডেট: সুপ্রিম কোর্টে জমা পড়ল শর্টনোট, 'বকেয়া মিলবেই'

এই ঘটনায় ২১ জুন প্রাথমিক চার্জশিট জমা দেয় সিবিআই। সেই চার্জশিটে লালন শেখকে অগ্নিসংযোগের ঘটনায় মূল অপরাধী হিসেবে উল্লেখ করা হয়। ভাদু শেখ খুনের প্রত্যক্ষদর্শী হিসাবেও তাঁর নাম ছিল। 

রহস্য আরও বাকি 

সোমবার লালনের মৃত্যর পর তাঁর স্ত্রী রেশমা অভিযোগ করেন, 'ভাদু মরল। আমাদের সব ফাঁসিয়ে দিল ভাদুর ভাইরা। ভাদুর যত ভাই, সব আমাদের ফাঁসিয়ে দিল।' এখানেও উঠছে প্রশ্ন। ভাদু শেখের ছায়াসঙ্গী ছিলেন লালন। সেই ভাদুর ভাইরা লালনকে খুন করেছে বলে কেন অভিযোগ করলেন রেশমা? তাহলে কি নেপথ্যে অন্য কোনও কাহিনী আছে ? 

POST A COMMENT
Advertisement