এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ক্যানিংয়ে। জানা গেছে, বচসার সময় আচমকা প্রেমিকাকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক। ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। গুলিবিদ্ধ মহিলাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিয়ে যান স্থানীয় হাসপাতালে। অভিুযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত ব্যক্তির কাছে কীভাবে বন্দুক এল, কেনই বা সে গুলি চালাল,খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরকীয়ার জেরেই এই গুলির ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ মহিলার নাম ময়না ঢালি। ক্যানিংয়ের হাসপাতাল মোড় এলাকায় থাকেন তিনি। অভিযুক্তের নাম ভোলা প্রসাদ। ক্যানিংয়ের মিঠাখালি এলাকায় ভোলার বাড়ি। এলাকার বাসিন্দাদের দাবি, দু'জনের মধ্যে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল। সম্প্রতি ময়না ও ভোলার মধ্যে অশান্তি চলছিল। তারই জেরে বৃহস্পতিবারের রাতের ঘটনা বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতেও দু'জনের মধ্যে কথা কাটাকাটি চলছিল। তখনই ভোলা ময়নাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে ময়নার পেটে। মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর ভোলা পালাতে গেলে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেন। ক্যানিং হাসপাতালে থেকে ময়নাকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।