Coochbihar Dinhata : কলেজ ছাত্রীর গলায় ব্লেড যুবকের, দিনহাটায় সুতপা-কাণ্ডের ছায়া

Coochbihar Dinhata: দিন কয়েক আগে মুর্শিদাবাদের বহরমপুরের সুতপা চৌধুরীর খুনের ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। তাঁর পরিচিত এক যুবক তাঁকে খুন করেছে বলে অভিযোগ। শুক্রবার অনেকটা একই ঘটনা ঘটল কোচবিহারের দিনহাটায়। এক কলেজ ছাত্রীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছে।

Advertisement
কলেজ ছাত্রীর গলায় ব্লেড যুবকের, দিনহাটায় সুতপা-কাণ্ডের ছায়াদিনহাটায় কলেজ ছাত্রীকে খুনের চেষ্টা (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • দিন কয়েক আগে মুর্শিদাবাদের বহরমপুরের সুতপা চৌধুরীর খুনের ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছিল
  • তাঁর পরিচিত এক যুবক তাঁকে খুন করেছে বলে অভিযোগ
  • শুক্রবার অনেকটা একই ঘটনা ঘটল কোচবিহারের দিনহাটায়

Coochbihar Dinhata: দিন কয়েক আগে মুর্শিদাবাদের বহরমপুরের সুতপা চৌধুরীর খুনের ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। তাঁর পরিচিত এক যুবক তাঁকে খুন করেছে বলে অভিযোগ। শুক্রবার অনেকটা একই ঘটনা ঘটল কোচবিহারের দিনহাটায়। এক কলেজ ছাত্রীকে খুন করা চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

পাকড়াও অভিযুক্ত
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, তৃতীয় বর্ষের এক কলেজছাত্রীর গলায় ব্লেড চালিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক তাঁর পড়শি। দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ভূতকুরা এলাকার ঘটনা। অভিযুক্ত যুবকের ধরা গিয়েছে। তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন: বাড়ির ছাদে ভুল করেও নয় এই জিনিসগুলো, দেবীলক্ষ্মী রুষ্ট হতে পারেন

আরও পড়ুন: পাকিস্তানের GDP-র থেকে বেশি সম্পদ রয়েছে এলআইসি-র, আসছে IPO

আরও পড়ুন: বাগানে মেহগনি লাগিয়ে কয়েক বছরে হয়ে যান কোটিপতি, জানুন কীভাবে

কলেজ থেকে বাড়ি ফেরার সময় হামলা
জানা গিয়েছে, ওই যুবকের নাম কনক রায়। এদিন সন্ধেবেলায় ওই ছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় পেছন থেকে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। 

তরুণীর গলায় ব্লেড চালানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন চলে আসে। আর সেই সময়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। তবে সে পালাতে পারেনি প্রতিবেশীরা ওই যুবককে আটক করে ধরে ফেলে। 

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই তরুণী কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় ওঁর ওপর হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে হামলা, তা দেখা হচ্ছে। অভিযুক্ত ধরা পড়েছে। তার কাছ থেকে ঘটনার ব্য়াপারে জানার চেষ্টা করা হচ্ছে। কেন সে আক্রমণ, তা জানার চেষ্টা শুরু করেছে পুলিশ। আশপাশের মানুষদজনের সঙ্গে কথা বলা যায় কিনা, দেখা হচ্ছে।

Advertisement

বহরমপুরের ঘটনা
বহরমপুরে অনেকটা এমনই ঘটনা ঘটেছিল। সেখানকার গোরাবাজার শহিদ হোসেন রোডের সুইমিংপুলে গলিতে খুন করা হয়েছিল সুতপা চৌধুরীকে। অভিযুক্ত যুবক তাঁর প্রেমিক বলে দাবি করেছেন। তার নাম সুশান্ত চৌধুরী। 

সুতপার বাবা তাঁদের এই সম্পর্কের কথা অস্বীকার করেছেন কিন্তু সুশান্তর পিসি দাবি করেছেন, তাঁর ভাইপোর সঙ্গে সম্পর্ক ছিল নিহতের। তাঁদের কিছু ছবি ফেসবুক ভাইরাল হয়েছিল। তবে তার সত্যতা যাচাই করেনি আজতক বাংলা।

 

POST A COMMENT
Advertisement