মোবাইল চোর সন্দেহে মূক ও বধির যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার সীমান্ত লাগোয়া ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের পানিতর গ্রামে। মৃত যুবকের নাম সঞ্জীব মণ্ডল।
অভিযোগ, গত ১৪ এপ্রিল চড়ক পূজার দিন মোবাইল চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সঞ্জীব মণ্ডলকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে কয়েকজন প্রতিবেশী। পরেরদিনও ওই একই সন্দেহে তার বাড়িতে ঢুকে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে মোবাইলটি উদ্ধার হয় এলাকারই অপর এক যুবকের কাছ থেকে।
এদিকে মারধরের জেরে অসুস্থ হয়ে পড়ায় প্রথমে শিবহাটি গ্রামীণ হাসপাতাল ও পরে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সোমবার রাতে সেখানেই মারা যান তিনি।
ঘটনায় ইতিমধ্যেই প্রতিবেশী নন্দ মণ্ডলসহ পাঁচ জনের বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। সঞ্জীবের মা অর্চনা মণ্ডলের দাবি, তাঁর ছেলে চুরি করেনি। তা সত্ত্বেও তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করার জেরেই মৃত্যু হয়েছে তার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন - এই গ্রামে মন্দির তৈরি করতে গেলেই সাপে ছোবল দেয়! ভারতেই রয়েছে, কোথায়?