scorecardresearch
 

খেজুরিতে রক্তারক্তি, বোমা ফেটে মৃত ৩; BJP কর্মীদের বাড়ি ভাঙচুর

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মঙ্গলবার সকাল থেকে BJP কর্মীদের বাড়িতে দফায় দফায় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তবে BJP-র দাবি, এলাকা দখলের জন্য তাঁদের কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে রাজ্যের শাসকদল।

Advertisement
খেজুরিতে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচৃুর, বোমা বাঁধতে গিয়ে মৃত একাধিক খেজুরিতে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচৃুর, বোমা বাঁধতে গিয়ে মৃত একাধিক
হাইলাইটস
  • পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ
  • জনকা অঞ্চলের ১৯৫ নম্বর পশ্চিম ভাঙ্গনমারি বুথে বোমা বাঁধতে গিয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে
  • ঘটনার সূত্রপাত গত ১ জানুয়ারি

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মঙ্গলবার সকাল থেকে BJP কর্মীদের বাড়িতে দফায় দফায় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তবে BJP-র দাবি, এলাকা দখলের জন্য তাঁদের কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে রাজ্যের শাসকদল। 

এদিকে খেজুরি টু দক্ষিণ মণ্ডলের জনকা অঞ্চলের ১৯৫ নম্বর পশ্চিম ভাঙ্গনমারি বুথে বোমা বাঁধতে গিয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ২ জন গুরুতর জখম হয়েছেন। বিজেপির অভিযোগ, যাঁরা মারা গিয়েছেন তাঁরা তৃণমূলকর্মী। এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য বোমা বাঁধা হচ্ছিল। তবে তৃণমূলের তরফে জানানো হয়েছে, মৃত ব্যক্তিরা দলের কর্মী ছিলেন না।

আরও পড়ুন : 'তৃণমূলে ফিরতেই পারেন', শান্তনুকে বার্তা মমতাবালার!

ঘটনার সূত্রপাত গত ১ জানুয়ারি। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে খেজুরি ২ নম্বর ব্লকের গোড়াহাট, কটকাদেবী চক গ্ৰামে বিজেপি কর্মীদের উপর তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। তারপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে খেজুরি। খেজুরি ২ নম্বর ব্লকের পশ্চিম ভাঙ্গনমারির ১৯৫ নম্বর বুথে দুষ্কৃতীরা বোমা বাঁধতে গেলে বিস্ফোরণ হয়। তারপর এদিন সকালেও এলাকায় এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। 

এই বিষয়ে খেজুরির BJP বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, 'খেজুরিতে নতুন করে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। খেজুরির একাধিক গ্রামে বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে। কর্মীদের মারধর করেছে। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে পুলিশ কোনও পদক্ষেপ করছে না।' 

আরও পড়ুন : খেলার মাঠে পিকআপ ভ্যানের ধাক্কা, খড়গপুরে মৃত বালক-বালিকা সহ ৩

এদিকে তৃণমূলের দাবি, কে বা কারা বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে, সেই বিষয়ে তারা জানে না। পুলিশ তদন্ত করছে। প্রকৃত সত্য সামনে আসবে।
 

Advertisement

Advertisement