হাওড়া স্টেশনে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। সেই ব্যস্ততম স্টেশন থেকেই উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা ও টাকা। আরপিএফের তরফ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি স্টেশনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, অপরাধ যাতে আটকানো যায়, সে ব্যাপারেও সতর্ক রয়েছে তারা। অপারেশন সতর্ক-এর অধীনে যে অভিযান চালানো হয় হাওড়া স্টেশনে, তাতেই ধরা পড়েছে ওই টাকা।
রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF), পূর্ব রেলওয়ে হিসাববিহীন নগদ ও স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র পাচার প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করে। গত ২৮ নভেম্বর ওই টাকা উদ্ধার হয়। ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড/হাওড়া, সিআইবি/হাওড়া এবং আরপিএফ পোস্ট/হাওড়া দক্ষিণের আধিকারিকরা যৌথভাবে একটি অনুসন্ধান অভিযান পরিচালনা করেছেন। স্টেশন থেকে মোট ২৩,৭৯,০০০ নগদ টাকা উদ্ধার করা হয় এক ব্যাক্তির কাছ থেকে। যার কাছে ওই টাকা মিলেছে, তিনি কোনও কাগজপত্র দেখাতে পারেননি। তাঁকে গ্রেফতার করা হয়েছে। পরে ওই ব্যক্তিকে পরবর্তী পদক্ষেপের জন্য কলকাতার কাস্টমস বিভাগের আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়।
হাওড়া স্টেশন চত্বরে টাকা উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। গত বছর নভেম্বরে হাওড়া স্টেশন থেকে ১১ লক্ষ টাকা ও ৩ লক্ষ টাকার সোনার সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে রেল পুলিশ। আরপিএফ সূত্রে খবর,সেইবার স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তারপর তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তখনই তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় প্রচুর টাকা ও সোনা।