scorecardresearch
 

Kolkata Businessman Kidnap : কসবায় ব্যবসায়ীকে কিডন্যাপ, পরে উদ্ধার, আটক ৫

বুধবার রেহান আহমেদ গাজি নামে এক ব্যক্তি কসবা থানায় অভিযোগ দায়ের করেন যে, কিছু দুষ্কৃতী তাঁর বন্ধু তথা ব্যবসার অংশীদার শেখ কুতুবউদ্দিন গাজিকে অপহরণ করেছে। পরবর্তীকালে অপহৃতের পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ফোনও যায়। মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করার পাশাপাশি অপহরণকারীরা বলে, যে তারা পুলিশের লোক। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • প্রকাশ্যে ব্যবসায়ী অপহরণ
  • বড় মুক্তিপণ দাবি
  • পরে উদ্ধার পুলিশের

কসবা থেকে অপহৃত ব্যবসায়ীকে টালিগঞ্জ থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ। আটক করা হয়েছে ৫ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে ২টি গাড়িও। গোটা ঘটনার তদন্ত চলছে। 

জানা গিয়েছে, বুধবার রেহান আহমেদ গাজি নামে এক ব্যক্তি কসবা থানায় অভিযোগ দায়ের করেন যে, কিছু দুষ্কৃতী তাঁর বন্ধু তথা ব্যবসার অংশীদার শেখ কুতুবউদ্দিন গাজিকে অপহরণ করেছে। পরবর্তীকালে অপহৃতের পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ফোনও যায়। মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করার পাশাপাশি অপহরণকারীরা বলে, যে তারা পুলিশের লোক। 

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরপর কসবা থানার পুলিশ ও কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার যৌথ অভিযানে আজ সকালে টালিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত ওই ব্যবসায়ীকে। 

অপহরণের মূল চক্রীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ২টি গাড়িও। এই ঘটনায় বাকি যারা জড়িত তাদেরও জালে তোলার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

আরও পড়ুনরানু মণ্ডল-হিরো আলম ডুয়েট প্লে ব্যাক, কেমন? শুনুন

 

Advertisement