রানু মণ্ডল ও হিরো আলমআবার গান রেকর্ডিং করলেন রানু মণ্ডল (Ranu Mondal)। এবার বাংলাদেশের সুপারস্টার হিরো আলমের সঙ্গে গান রেকর্ডিং করলেন তিনি। গানের নাম 'তুমি ছাড়া আমি'। গত ১০ এপ্রিল ইউটিউবে (YouTube) গান রেকর্ডিং-এর একটি ভিডিও শেয়ার করেছেন হিরো আলম। অবশ্য গত নভেম্বরেই রানু মণ্ডলের সঙ্গে কাজ করার কথা ঘোষণা করেছিলেন তিনি।
ভিডিওত প্রথমে রানু মণ্ডল ও হিরো আলমকে গান রেকর্ডিং করতে ও পরে একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দিতে দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ ভিউজ হয়েছে ভিডিওটিতে।
এর আগে গত ৩ নভেম্বর রানু মণ্ডলের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছিলেন হিরো আলম (Hero Alom)। বাংলাদেশি এই তারকা তাঁর নিজের প্রযোজিত ২টি ছবিতে গান গাওয়ার অফার দেন রানু মণ্ডলকে।