বিশ্বের সবচেয়ে অনন্য মেলার আয়োজন করা হয় রাজস্থানের যোধপুরে। এই মেলার বৈশিষ্ট হল ১৬ দিন পূজার পর বিবাহিত মহিলারা বিভিন্ন মুখোশ পরে বা সং সেজে রাস্তায় নামেন। এটি 'বান্তামার' নামেও পরিচিত। প্রাচীনকাল থেকে চলে আসা এই মেলার বিশেষত্ব হলো, বৌদি ভালবেসে লাঠি দিয়ে মেরে নিজের দেওর ও অন্যান্য অবিবাহিত যুবকদের বলেন যে তাঁরা অবিবাহিত। তারপরেই ওই অবিবাহিত যুবকদের দ্রুত বিয়ে হয়ে যায়।
সবচেয়ে বড় কথা হল, ওই রাতে রাস্তায় শুধু মহিলাদেরই দেখা যায়। তাঁদের প্রত্যেকের হাতেই লাঠি থাকে। যখনই কোনও পুরুষ দেখেন তখনই তাঁকে লাঠি দিয়ে মারেন। এই মেলায় ১৬ দিন ধরে মা ধিঙ্গা গভারের (Dhinga Gavar) পুজো করা হয়। ১৬ তম দিনে মহিলারা সারা রাত ঘরের বাইরে থাকেন এবং বিভিন্ন সময়ে মা ধিঙ্গা গভারের আরতি করেন। রাতভর তাঁরা বিভিন্ন সাজে শহরের রাস্তায় ঘুরে বেড়ান।
বিশ্বের মধ্যে শুধুমাত্র যোধপুরেই ধিঙ্গা গভারের পুজোর (Dhinga Gavar Mela 2022) আয়োজন করা হয়, যা দেখতে শুধু রাজস্থান নয়, সারা বিশ্বের মানুষ যোধপুরে ভিড় জমান। যে মহিলারা মা ধিঙ্গা গভারের পুজো করেন তাঁরা দিনে ১২ ঘন্টা উপোস করেন।
প্রসঙ্গত ১৪৫৯ সালে রাও যোধা যোধপুর (Jodhpur) শহর গড়ে তোলেন। তারপর থেকেই ধিঙ্গা গভারের পুজরের আয়োজন করা হচ্ছে। ৫৬৩ বছর ধরে চলছে এই পুজো। ভক্তদের বিশ্বাস, মা পার্বতী যখন সতী হয়ে দ্বিতীয় জন্ম নেন, তখন তিনি ধিঙ্গা গভার রূপে আসেন। উপবাস পালনকারী মহিলারা একবেলা খাবার খান এবং মায়ের পুজোয় মিষ্টান্ন নিবেদন করেন। ব্রত পালনকারী মহিলাদের হাত একটি দড়ি দিয়ে বাঁধা থাকে এবং তাতে কুমকুমের ১৬টি টিকা লাগানো থাকে।
আরও পড়ুন - BIS-এ প্রচুর চাকরি, কীভাবে করবেন আবেদন? রইল সব তথ্য