Mumbai Borivali Slum Child Assault: মুম্বইয়ের বোরিভলি এলাকার একটি বস্তিতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। জল চাইতে গিয়ে এমনভাবে ভযঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে, ঘুণাক্ষরেও ভাবতে পারেনি একটি ৪ বছরের শিশু। রবিবার দুপুরে, ৫৫ বছর বয়সী রাম ললিত যাদব নামে এক ব্যক্তি ঠান্ডা জল দেওয়ার নাম করে শিশুটিকে নিজের ঝুপড়িতে ডেকে নেয়। সেখানেই সে ওই শিশুকে যৌন হেনস্থা করে।
এরপর সেই ব্যক্তি শিশুটিকে প্রাণে মারার হুমকিও দেয়, যাতে সে চুপ করে থাকে। ভয়ে শিশুটি কিছু বলে না, কিন্তু তার ব্যবহার বদলে যেতে থাকে—চুপচাপ, আতঙ্কিত, অন্যমনস্ক হয়ে পড়ে। বাবা-মা বিষয়টি বুঝতে পেরে আদর করে জিজ্ঞেস করলে শিশুটি সব জানায়।
পরিবার সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে যায় এমএইচবি পুলিশ স্টেশনে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও POCSO (Protection of Children from Sexual Offences) আইন অনুযায়ী মামলা দায়ের করে। মেডিক্যাল পরীক্ষায় যৌন হেনস্থার প্রমাণ মেলে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বর্তমানে পুলিশ তাকে আদালতে তোলার প্রস্তুতি নিচ্ছে এবং তদন্ত চলছে।
এই মাসেই মুম্বইয়ে আরও একটি ঘটনা নাড়া দিয়েছে সকলকে—১০ বছরের এক শিশুকন্যাকে তার পাড়ারই অটোচালক অপহরণ করে ধর্ষণ করে। শিশুটি কোনওরকমে পালিয়ে এসে পরিবারকে সব জানায়। সেখানেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়।