Murshidabad Barwan Housewife Murder : পণের দাবি, বড়ঞায় বালিশ চাপা দিয়ে মেরে ঝোলানো হল বধূকে?

বছর ছয়েক আগে নিমা গ্রামের বাসিন্দা দুলাল শেখের ছেলে দেবেশ শেখের সঙ্গে বিয়ে হয় বাহাদুরপুর গ্রামের সাবিনা বিবির। অভিযোগ, বিয়ের পর থেকেই সাবিনা বিবিকে তাঁর বাবার বাড়ি থেকে আরও  টাকা আনার জন্য চাপ দিত স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা।

Advertisement
পণের দাবি, বড়ঞায় বালিশ চাপা দিয়ে মেরে ঝোলানো হল বধূকে?প্রতীকী ছবি
হাইলাইটস
  • পণের দাবিতে খুনের অভিযোগ
  • বড়ঞা থানায় অভিযোগ দায়ের
  • তদন্তে নেমেছে পুলিশ

পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত নিমা বাহাদুরপুর গ্রামে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। 

জানা গিয়েছে, বছর ছয়েক আগে নিমা গ্রামের বাসিন্দা দুলাল শেখের ছেলে দেবেশ শেখের সঙ্গে বিয়ে হয় বাহাদুরপুর গ্রামের সাবিনা বিবির। অভিযোগ, বিয়ের পর থেকেই সাবিনা বিবিকে তাঁর বাবার বাড়ি থেকে আরও  টাকা আনার জন্য চাপ দিত স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা। কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় জামাইয়ের সমস্ত দাবি মেটাতে পারছিলেন না সাবিনা বিবির বাপেরবাড়ির লোকেরা। যার জেরে ওই গৃহবধূর ওপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালান হত বলে অভিযোগ। 

স্থানীয় সূত্রে খবর, ররিবার রাতেও অশান্তি শুরু হয় বাড়িতে। অভিযোগ, সেই সময়ই বালিশ চাপা দিয়ে প্রথমে খুন করা হয় সাবিনা বিবিকে। তারপর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তাঁর দেহ। ঘটনায় বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর বাপেরবাড়ির সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনসপ্তাহে মাত্র ৪ দিন কাজ, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল এই সংস্থা, কীভাবে?

 

POST A COMMENT
Advertisement