Om Prakash Murdered: প্রাক্তন DGP খুন, অভিযুক্ত স্ত্রী-কে জিজ্ঞাসাবাদ, বিরাট চাঞ্চল্য রাজ্যজুড়ে

কর্ণাটকের প্রাক্তন ডিজি ওম প্রকাশের হত্যাকাণ্ডে গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ডিজিপির স্ত্রীই অভিযুক্ত। এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছে আলোড়ন। পুলিশ সূত্রে প্রাথমিক তদন্তে উঠে এসেছে অবাক করা তথ্য—এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আর কেউ নন, খোদ ওম প্রকাশের স্ত্রী।

Advertisement
প্রাক্তন DGP খুন, অভিযুক্ত স্ত্রী-কে জিজ্ঞাসাবাদ, বিরাট চাঞ্চল্য রাজ্যজুড়ে
হাইলাইটস
  • কর্ণাটকের প্রাক্তন ডিজি ওম প্রকাশের হত্যাকাণ্ডে গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে।
  • প্রাথমিক তথ্য অনুযায়ী, ডিজিপির স্ত্রীই অভিযুক্ত।

কর্ণাটকের প্রাক্তন ডিজি ওম প্রকাশের হত্যাকাণ্ডে গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ডিজিপির স্ত্রীই অভিযুক্ত। এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছে আলোড়ন। পুলিশ সূত্রে প্রাথমিক তদন্তে উঠে এসেছে অবাক করা তথ্য—এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আর কেউ নন, খোদ ওম প্রকাশের স্ত্রী। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে।

জানা গেছে, বহু বছর ধরে স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে মতপার্থক্য চলছিল। টাকা নিয়েও ঝগড়া হত। তাঁদের দুজনের এক ছেলে ও এক মেয়েও রয়েছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, খুনের ঘটনাটি পূর্বপরিকল্পিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাক্তন ডিজির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তদন্তে পরিবারের আরও সদস্য বা বাইরের কাউকে জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

রাজ্য প্রশাসন ও পুলিশ মহলে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক প্রাক্তন শীর্ষ পুলিশকর্তার এমন পরিণতি ও ঘরোয়া পারিবারিক কলহ থেকে উদ্ভূত এই হত্যাকাণ্ড সমাজে এক গভীর প্রশ্ন তুলে দিয়েছে। 

ওম প্রকাশ ১৯৮১-ব্যাচের আইপিএস অফিসার। ২০১৫ সালে ডিজিপি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসাবে ২০১৭ সালে অবসর নেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিহারের চম্পারণের বাসিন্দা, তিনি একজন এমএসসি (ভূতত্ত্ব) স্নাতক।


 

POST A COMMENT
Advertisement