মদ্যপ অবস্থায় তিন সন্তানকে পিটিয়ে খুনে অভিযুক্ত বাবা। তারপর থেকেই পুরুলিয়ার প্রভাস মাহাতোকে খুঁজছিল পুলিশ। শুরু হয় চিরুনি তল্লাশি। শেষ পর্যন্ত পুরুলিয়ার এক গ্রাম থেকেই তাকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে তাকে পাকড়াও করা হয়।
স্থানীয়দের কথায়, নিত্যদিন মদ খেয়ে বাড়ি ফিরত প্রভাস। আর সেই কারণে সংসারে অশান্তি লেগে থাকত। গত ২১ জুলাইয়ের রাতেও ব্যাতিক্রম হয়নি। প্রতিদিনের মতোই মদ খেয়ে বাড়ি ফেরে প্রভাস। স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয়। এর মাঝেই হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে সে। বচসা গড়ায় মারধরে। চ্যালাকাঠ নিয়ে স্ত্রী ও চার সন্তানের উপর চড়াও হয়।
এলোপাথাড়ি মারের পর মাটিতে লুটিয়ে পড়ে মেয়ে মধুমিতা মাহাতো(৭)। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় অপর তিন সন্তান। স্থানীয়দের উদ্যোগে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাঁচি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অপর মেয়ে এবং ৩ বছরের ছেলের। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক। রাঁচি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে।
এদিকে ঘটনার পর থেকেই ফেরার হয়ে যায় প্রভাস। তাকে খুঁজতে তল্লাশি শুরু করে পুলিশ। বিহারেও তার খোঁজ শুরু হয়। তবে এতদিন পুরুলিয়ারই এক গ্রামে গিয়ে লুকিয়ে ছিল সে। তদন্তের পর সেই খোঁজ পান পুলিশ আধিকারিকরা। বুধবার রাতে হঠাৎ হানা দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হবে।