"রাজ্যে মুখ্যমন্ত্রী যেখানে মহিলা, সেখানে এই ধরণের একটা ঘটনা খুবই লজ্জার। পুলিশকে বলবো এই ব্যাপারে নজর দিতে।" হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় এমমটাই মন্তব্য করলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায়।
বৃহস্পতিবার দক্ষিণেশ্বর থানার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সৌগত রায় বলেন, "একটা কথা সবাইকে চিন্তিত করছে, এটা সংবাদমাধ্যমের জন্য কিনা জানি না। রাজ্যে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা একদম বরদাস্ত করা হবে না। কঠোরতম ব্যবস্থা নিতে হবে। রাজ্যে মুখ্যমন্ত্রী যেখানে মহিলা, সেখানে এই ধরণের একটা ঘটনা খুবই লজ্জার। পুলিশকে বলবো এই ব্যাপারে নজর দিতে।"
শুধু সৌগত রায়ই নয়, আর আগে ঘটনার তীব্র নিন্দা শোনা যায় আরও এক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গলায়। হাঁসখালিতে গিয়েও ছিলেন তিনি। মহুয়া বলেন, "ভয়াবহ ঘটনা বর্ণনা করার মতো কোনও শব্দ নেই। অভিভাবকরা এখনও হতবাক। আমি পরিবারকে আশ্বস্ত করেছি যে অপরাধীদের বিচারের আওতায় আনতে আইনের পূর্ণ প্রয়োগ করা হবে।"
যদিও দলের সাংসদরা এই ধরনের কথা বললেও স্বয়ং তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর মুখে অবশ্য হাঁসখালিকাণ্ড নিয়ে অন্য মন্তব্য শোনা গিয়েছিল। দিন কয়েক আগে হাঁসখালির ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে 'গর্ভবতী' তত্ত্ব নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনি রেপড বলবেন, না প্রেগন্যান্ট বলবেন, না লাভ অ্যাফেয়ার্স বলবেন, এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম, ঘটনাটা খারাপ। অ্যারেস্ট হয়ে গেছে। তবে ছেলেটির সঙ্গে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার্স ছিল শুনেছি।" মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে। অনেকেই এই মন্তব্যের তীব্র সমালোচনাও করেন।
আরও পড়ুন - LIC IPO নিয়ে বড় খবর! অ্যাঙ্কর ইনভেস্টর শর্টলিস্টেড, শুধু ঘোষণা বাকি