scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

EPFO Update : EPFO-র বড় সিদ্ধান্ত, এবার ঘরে বসেই সেরে ফেলুন এই গুরুত্বপূর্ণ কাজ

EPFO
  • 1/5

একটা সময় ইপিএফও (EPFO) সংক্রান্ত কাজ বেশ জটিল ছিল, কিন্তু এখন তা অতীত। এখন ইপিএফও-র প্রায় সমস্ত কাজই অনলাইনে সারা যায়। পিএফ অ্যাকাউন্ট (PF Account) থেকে কোভিড অ্যাডভান্স (Covid Advance) তোলা বা নমিনি অ্যাড (E-Nomination) করা বা ইপিএফ ট্রান্সফার (EPF Transfer) করা, সমস্ত কাজই অনলাইনে করা যাচ্ছে। এক্ষেত্রে মাত্র কয়েকটি ধাপেই ঘরে বসে যেকোনো সময় এই কাজগুলি সেরে ফেলা যেতে পারে। ইপিএফও তাদের সর্বশেষ আপডেটে অনলাইন ইপিএফ ট্রান্সফারের প্রক্রিয়া সম্পর্কে তথ্য দিয়েছে।

EPFO
  • 2/5

যখনই কোনও ব্যক্তি চাকরি পরিবর্তন করেন, নতুন কোম্পানিতে তার একটি নয়া ইপিএফ অ্যাকাউন্ট খোলা হয়। কেউ যদি অনেকবার চাকরি পরিবর্তন করে থাকেন, তাহলে একাধিক EPF অ্যাকাউন্ট হয়ে যেতে পারে। কিন্তু কষ্টার্জিত অর্থ একটি জায়গায় থাকলে সেটি পরিচালনা করা সুবিধাজনক হয়ে ওঠে। প্রয়োজনের সময়ে যাতে ওই অর্থ কাজে আসতে পারে, তাই সেগুলি একই জায়গায় রাখা দরকার।

আরও পড়ুনভারতে প্রথম AC আনল Realme, ৫৫ ডিগ্রিতেও নাকি ঘর ঠান্ডা, দাম কেমন?

EPFO
  • 3/5

EPFO ক্রমাগত সমস্ত প্রক্রিয়া সহজ করছে যাতে গ্রাহকরা এই কাজে কোনও সমস্যার সম্মুখীন না হন। পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বা ট্রান্সফারের সমস্যাগুলিও এখন অতীত হয়ে দাঁড়িয়েছে। ইপিএফ ট্রান্সফারের জন্য যেকোনও PF Account Holder ঘরে বসেই মাত্রা ৬টি সহজ ধাপে এটি করে ফেলতে পারেন।
 

Advertisement
EPFO
  • 4/5

ইপিএফও-র সাম্প্রতিক এক ট্যুইটে এই ৬টি পদক্ষেপের তথ্য দেওয়া হয়েছে। এর ফলে গ্রাহককে ইপিএফ ট্রান্সফারের জন্য আর পুরনো অফিসে যেতে হবে না। এই পদক্ষেপগুলির সাহায্যে, নিজেই ঘরে বসেই পুরনো পিএফ ট্রান্সফার করে নিতে পারেন। 
 

EPFO
  • 5/5

এই ধাপগুলি হল
প্রথম unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ পোর্টালে যান।
পোর্টালে UAN ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
অনলাইন সার্ভিস সেকশানে গিয়ে One Member One Account (Transfer Request)-এ ক্লিক করুন।
এবার বর্তমান সংস্থার পিএফ অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত তথ্য ভেরিফাই করুন। 
গেট ডিটেলস-এ ক্লিক করুন, এর ফলে পুরনো সংস্থার পিএফ অ্যাকাউন্টের তথ্য সামনে চলে আসবে।
ফর্ম অ্যাটেস্ট করাবার জন্য  Previous Employer বা Current Employer-কে নির্বাচিত করুন।  
এবার Get OTP-তে ক্লিক করুন ও মোবাইলে যে ওটিপি আসবে সেটি এন্টার করে সাবমিট করলেই প্রক্রিয়া সমাপ্ত।  
 

Advertisement