Advertisement

ফিল্মি কায়দায় পুলিশের ধাওয়া! উদ্ধার ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার-VIDEO

ফিল্মি কায়দায় দুই পাচারকারীর পেছনে ধাওয়া করে ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। পাচারকারী দুজনের মধ্যে একজন ধরাপড়ে অন্যজন পালিয়ে যায়। তাঁর তল্লাশি চালাচ্ছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মালদার কালিয়াচক থানার দুই অফিসার অভিষেক তালুকদার এবং রোহিত দাস দুজনে মিলে মোটরসাইকেল করে পলাতক দুই পাচারকারীর পেছনে ধাওয়া করে। পরে একজন ধরা পিড়ে যায়।অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতের নাম তৌহিদ সেখ।কালিয়াচকের আলিপুর ২ গ্রামপঞ্চায়েতের দক্ষিণ লক্ষিপুর গ্রামে। তাঁকে জেরা করে, তাঁর বাড়ি থেকে প্রায় আড়াই কেজি ব্রাউন সুগার পাওয়া যায়। যার বাজার মূল্য ৫০ লক্ষ টাকা।

Advertisement