scorecardresearch
 
Advertisement

VIDEO: বাবার স্বপ্ন পূরণ করতেই ভুয়ো IAS সাজা, তদন্তে দাবি দেবাঞ্জনের

VIDEO: বাবার স্বপ্ন পূরণ করতেই ভুয়ো IAS সাজা, তদন্তে দাবি দেবাঞ্জনের

কসবা ভ্যাকসিন জালিয়াতির ঘটনায় দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তদন্তে দেবাঞ্জন পুলিশকে জানায়, দেবাঞ্জনের বাবার স্বপ্ন ছিল সে IAS অফিসার হবে। কিন্তু পরে UPSC পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেনি দেবাঞ্জন। কিন্তু বাবাকে মিথ্যে বলে যে সে UPSC পাস করেছে। পরে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে দেবাঞ্জন, আর এই কাজের সূত্রেই IMC এবং KMC এর বেশ কিছু অফিসারদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক তৈরি হয়। তারপর যখন কোভিড শুরু হয় তখন সে মাক্স এবং স্যানিটাইজার এর ব্যবসা শুরু করে। এবং সেই ব্যবসা থেকে প্রাপ্ত লভ্যাংশ সে বিভিন্ন চ্যারিটি এবং সমাজসেবামূলক কাজে দান করে। সেখানেই মানুষ এবং একশ্রেণীর নেতাদের সঙ্গে তার ভাল সম্পর্ক তৈরী হয় বলে তদন্তে দাবি করেছে দেবাঞ্জন। তারপর কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় থেকে দেবাঞ্জন ভ্যাকসিনের এই সমস্ত কালোবাজারির পরিকল্পনা শুরু করে। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে দেবাঞ্জন। তবে অন্য কাউকে এখনো গ্রেফতার করা হয়নি, চারজনকে ডেকে কেবলমাত্র জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Advertisement