আমাদের প্রায় সবার ঘরেই ফ্রিজ থাকে। সেই ঘরেও ফ্রিজ ছিল একটা। বড় ফ্রিজ। সেখানে জলের বোতল, দুধ এসব রাখা থাকত। আর এই সব খাদ্য সামগ্রীর সঙ্গেই ফ্রিজে রাখা ছিল মৃতদেহের টুকরো। আফতাব নামে যুবক শ্রদ্ধা অর্থাৎ তার বান্ধবীকে খুন করে সেই ফ্রিজে রেখেছিল। আর সেই ঘরেই নিয়ে আসত নতুন নতুন প্রেমিকা। দিল্লির এই হাড়হিম করা ঘটনা এখন শিরোনামে।
aftab shraddha murder case, know all details in bengali.