scorecardresearch
 
Advertisement

VIDEO: অক্সিজেন সিলিন্ডার জালিয়াতি! দিল্লি পুলিসের জালে কলকাতার ৩

VIDEO: অক্সিজেন সিলিন্ডার জালিয়াতি! দিল্লি পুলিসের জালে কলকাতার ৩

রাজধানীতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে জালিয়াতির অভিযোগে কলকাতা থেকে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ৩। করোনার দ্বিতীয় ঢেউ এর সময় রাজধানী নয়াদিল্লিতে দেখা দিয়েছিল অক্সিজেনের ভয়াবহ সঙ্কট। ঠিক সেইসময় অক্সিজেন সিলিন্ডার দেওয়ার নাম করে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা অনলাইনে হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের হয় দিল্লি পুলিশে। তদন্তে নেমে দিল্লি পুলিশ বেশ কিছু ব্যাঙ্ক একাউন্টের হদিস পায়, যে অ্যাকাউন্ট গুলির মালিকদের অবস্থান পাওয়া যায় কলকাতায়। সেই সন্দেহভাজন ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরেই পুলিশের তদন্তে চিহ্নিত হয় তিনজন অভিযুক্ত। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করতে দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছায় দিল্লি পুলিশের একটি তদন্তকারী দল। অভিযুক্তদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতেই স্থানীয় কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় দিল্লি পুলিশ। শুক্রবার সেই অভিযানে তিন অভিযুক্তকে বেহালা, সরশুনা, হরিদেবপুর অঞ্চল থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের দলটি। এদিন দুপুরে ধৃতদের ট্রানজিট রিমান্ড চেয়ে আলিপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সৌমেন মন্ডল, শানু নন্দী এবং উৎপল ঘোষাল। তিনজন ধৃতকেই আলিপুর আদালত ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। আজ রাতে ধৃত দের নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিচ্ছে দিল্লি পুলিশের ওই বিশেষ দল।

Advertisement