Advertisement

Malda Liqueur Rescue: আমের কার্টুনে মদ পাচার করতে গিয়ে মালদা জিআরপির হাতে ধৃত ২

বেআইনি মদ পাচারের অভিযোগে দুজন গ্রেপ্তার করল মালদা জিআরপি। আমের কার্টুনে ভরে বিহারে মদ পাচারের চেষ্টা করছিল ধৃতরা বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি মালদা রেল স্টেশনে তল্লাশি চালালে ১৫টি কার্টুন উদ্ধার করে। আমের পেটির নিচে বিভিন্ন কোম্পানির বেআইনি মদ ট্রেনে করে পাটনা পাচারের চেষ্টা চালাচ্ছিল অভিযুক্তরা। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। ধৃত দুজনের বাড়িও বিহারে বলে জানা গেছে।

Huge Illegal Liqueur Rescued From Malda Railway Station

Advertisement
POST A COMMENT