Advertisement

Nikki Yadav Murder Case: নতুন বিয়ে-রিসেপশনে মেতে সাহিল, ওদিকে ফ্রিজে গার্লফ্রেন্ডের দেহ

আরও এক মর্মান্তিক খুনের সাক্ষী হল দিল্লি। এবারও সেই লিভ ইন পার্টনার। সেই একই রকম ভাবে ফ্রিজে দেহ। তবে এবারের ঘটনা যেন আগের সব কটিকে ছাপিয়ে গেল। কথা হচ্ছে নিক্কি যাদব নামে যুবতী খুনের ঘটনা নিয়ে। নিক্কির লিভ ইন পার্টনার সাহিল গেহলট নিক্কিকে খুন করে দেহ রাখল ফ্রিজে। ওই একই দিনে অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে সারল। রীতিমতো ধুমধাম করে।

Advertisement
POST A COMMENT