'তোমরা আমাকে চিঠি লিখেছিলে, যে এই প্রতিবাদে শামিল হতে চাও। সরকারি চাকরি করি আমরা। আমাদের অনেক বাধ্যবাধকতা থাকে। ওই পুলিশরা তোমাদের সাহায্য করেছে। তাদের আমরা তিনবার চিঠি দিয়েছিলাম। অফিসিয়ালি কোনও অনুমতি পাইনি। ঘরে বসে আমরা প্রতিবাদ করব না। রাস্তায় নেমেই করব'। হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বক্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন,'বাড়ি থেকেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। মেয়েদের বলা হচ্ছে, রাতের ডিউটি কমিয়ে দেবে। এটা আসলে একটা নীতি। মেয়েদের ঘরে বসিয়ে দাও। কাজ থেকে সরিয়ে দাও। কত হাসপাতালে গরিব মানুষ আয়ার কাজ করেন! প্রথমে ঘরে ঢোকাবে। তারপর সিন্দুকে ঢোকাবে মেয়েদের। শুধু তোমাদের জানাতে এসেছি, সব নির্যাতিতার পাশে দাঁড়াও'