Advertisement

Serampore of Hooghly: প্রতিবেশীদের বাড়িতে তালা দিয়ে ৪টি বাড়িতে দুঃসাহসিক চুরি শ্রীরামপুরে

হুগলির শ্রীরামপুরে ফিল্মি কায়দায় এক রাতেই একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটাল চোরেরা। শ্রীরামপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের সুভাষনগর হাউসিং কম্প্লেক্সে পরপর চারটি ফ্ল্যাটের তালা ভেঙ্গে লক্ষাধিক নগদ টাকা এবং সোনার গয়না নিয়ে ধাঁ চোরেরা। অত্যাধুনিক পদ্ধতিতে এবং পরিকল্পিতভাবে চুরিটি করা হয়েছে বলে অভিযোগ আবাসনের বাসিন্দাদের। এক ফ্ল্যাটের বাইরে লাগানো থাকা সিসিটিভি ক্যামেরায় চোরেদের গতিবিধির কিছু অংশ রেকর্ড হয়। আর এনিয়েই তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ।

Theft in multiple houses in Serampore

Advertisement