পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিয়ে সম্পন্ন হল। দুপুর ১২টার দিকে ভগবন্ত মান এবং গুরপ্রীত কৌরের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা (আনন্দ কাজ) সম্পন্ন হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই বিয়েতে বাবার দায়িত্ব পালন করেছেন। এখন মধ্যাহ্নভোজের তোড়জোড় চলছে।
বৃহস্পতিবার সকালেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার পুরো পরিবার নিয়ে চণ্ডীগড়ের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাসভবনে পৌঁছান। কারণ, এই বিয়েতে বাবার ভূমিকায় যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার দায়িত্ব ছিল তাঁর কাঁধেই।
এদিকে ভগবন্ত মানের বিয়ের ছবি শেয়ার করেছেন রাঘব চাড্ডা। রাঘব চাড্ডা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান সেরে সাড়ে ৩টে নাগাদ অরবিন্দ কেজরিওয়াল চণ্ডীগড় থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন।
বিয়ের আগে রীতি মেনেই ভগবন্ত মানের পথ আটকে দাঁড়ান আত্মীয়-স্বজনরা। এরপর ফিতে কাটার টাকাও দিয়ে তবেই ছাড়া পান তিনি।
পঞ্জাবের ইতিহাসে প্রথমবারের মতো একজন মুখ্যমন্ত্রী থাকাকালীন বিয়ে করেছেন। বিয়েতে সীমিত সংখ্যক অতিথি ডাকা হয়েছিল। বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মুখ্যমন্ত্রীর বাসভবনেই।
জিরা ওনিয়ন পুলাও, নবরত্ন বিরিয়ানি, বুরানি রায়তা, করাচি পনির, মাশরুম সিরকা পেঁয়াজ, চানা মাশালা, তন্দুরি কুলচা আরও অনেক কিছুর আয়োজন রয়েছে বিয়ের মধ্যাহ্নভোজের আয়োজনে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিয়েতে খুব কম এবং বিশিষ্ট ব্যক্তিদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে যাদের ডাকা হয়েছে তাদের জন্য রয়েছে রাজকীয় ভোজের ব্যবস্থা।
বিয়েতে কী কী খাবার দেওয়া হবে, তার মেনু ইতিমধ্যেই চলে এসেছে। জিরা ওনিয়ন পুলাও, নবরত্ন বিরিয়ানি, বুরানি রায়তা, করাচি পনির, মাশরুম সিরকা পেঁয়াজ, চানা মাশালা, তন্দুরি কুলচা আরও অনেক কিছুর আয়োজন রয়েছে বিয়ের মধ্যাহ্নভোজের আয়োজনে।