জুন মাস। দেশজুড়ে বর্ষা। আর এই মরসুমেও বরফের চাদরে ঢেকেছে চামোলি। ভারত-চিন সীমান্তের কাছে অবস্থিত চামোলি। সেই চামোলির ৪-৬ হাজার ফিট উঁচু জায়গা ঢেকেছে বরফের চাদরে।
এই জায়গাতে পাহারা দেন ভারতীয় জওয়ানরা। কয়েকদিন আগেই এই এলাকার নীচের ভাগে ব্যাপক বৃষ্টি হয়েছিল। যাতে বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন।
দেশের বিভিন্ন প্রান্তে বর্ষা হলেও কোথাও কোথাও এখন বেশ গরম। কিন্তু, বরফ পড়ায় এখানে কার্যত ঠান্ডা পড়েছে।