বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আজ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে। ৯ তারিখ সেটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
এরপর সেটি উত্তর দিকে এগিয়ে পৌঁছতে পারে উত্তর আন্দামান সাগর ও মধ্য বঙ্গোপাগরে। সেখানেই গভীর নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে (Cyclone Mocha 2023) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন - গুরুর চলনে সৃষ্ট হংস রাজ যোগ, ৩ রাশি থাকবে দুধেভাতে
তবে বাংলা ও ওড়িশায় এর কতোটা প্রভাব পড়বে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। মৌসম ভবনের আশঙ্কা উত্তর ও উত্তর-পূর্ব দিয়ে এগোতে পারে ঘূর্ণিঝড় মোকা। যেতে পারে বাংলাদেশ ও মায়ানমারের দিকেও।
এক্ষেত্রে ঘূর্ণিঝড়ের অবস্থান ও তার গতিপথ ট্র্যাক (Cyclone Mocha Tracker) করা যেতে পারে স্মার্টফোন-কম্পিউটার থেকেও।
Rainviewer.com ও Zoom.Earth নামক দু'টি সাইট থেকে দেখা যাবে ঘূর্ণিঝড়ের অবস্থান।