মর্গে ফুর্তি করতে গিয়ে ধরা পড়ল বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরা। জানা যাচ্ছে দুই নিরাপত্তা কর্মী বেশ কয়েকদিন ধরেই দুটি মেয়েকে মর্গে ডাকছিলেন। এরপরেই ওই দুই তরুণীর সঙ্গে মর্গের কর্মীদের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ঘটনা মধ্যপ্রদেশের ইন্দোর শহরের এক হাসপাতালের।
বিষয়টি হাসপাতাল কতর্পক্ষের নজরে আসতেই তাদের কাজ থেকে বরখাস্ত করা হয়। ওই নিরাপত্তা এজেন্সির বিরুদ্ধেও প্রশ্ন উঠেছে।
তথ্য অনুযায়ী, মর্গের ওয়েটিং রুমে এক কর্মচারীকে বিছানায় এক যুবতীর সাথে গিয়েছিল। আরেক তরুণী ও মর্গের কর্মচারী ছিল অন্য ঘরে।
পোস্টমর্টেম রুমের এভাবে দুই যুবতী দেখে আপত্তি জানিয়েছিল মৃতদের রাখতে আসা পরিবারের সদস্যরা। এঁদের মধ্যে একজন ছবি তুলে রাখা। যা নিয়ে আলোড়ন পড়ে যায়। দুই কর্মচারী বেগতিক বুঝেই মেয়ে দুটিকে মর্গ থেকে বার করে দেয়। মৃতদেহ নিয়ে আসা পরিবারগুলির সঙ্গেও খারাপ ব্যবহার করে ওই দুই কর্মচারী।
সম্প্রতি, একজন প্রবীণ ব্যক্তির দেহ মর্গে ১৫ দিন পড়ে থাকার ঘটনায় মামলা হয়, সেখানে মর্গের তদারকির ভার আদালত একটি সংস্থাকে দেয়। সংস্থার কর্মীদের হাসপাতালে দুটি শিফটে কাজ করার কথা। দিনের বেলা ব্যস্ততা থাকলেও সন্ধে ৬টার পর সাধারণত ভিড় কমে যেত। তাই ৩-৪জন যুবকের হাতেই দায়িত্ব দেওয়া ছিল। তাদের মধ্যেই দুই যুবক গত ৪দিন ধরে দুটি মেয়েকে মর্গে নিয়ে আসছিল। তাদের হাসপাতালের ইমারজেন্সিতেও দেখা গিয়েছিল। এই মাঝেই একটি পরিবার দেহ রাখতে এলে দেখতে পায় পোস্টমর্টেম ঘরের বাইকে দুই যুবক পাহাড়া দিচ্ছিল। ইশারায় ওই দুই যুবক ভেতরে কিছু বলার আগেই স্টেচার নিয়ে আসা এক কর্মী ঘরে ঢুকে যান। সেখানে দুই যুবতীকে দেখতে পান। জানা যায়, তাদের মধ্যে একজন নিজের প্রেমিকের জন্মদিন পালন করতে এসেছিল।